ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভাষাসৈনিক জয়নুল আবেদীন আর নেই

প্রকাশিত: ০৮:১২, ১০ মার্চ ২০১৭

ভাষাসৈনিক জয়নুল আবেদীন আর নেই

জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও ভাষাসৈনিক সাংবাদিক জয়নুল আবেদীন আর নেই। বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন) । তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। খবর বাসসর। আজ শুক্রবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান। তিনি জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যকর্মেও সক্রিয় ছিলেন তিনি। জনপ্রিয় অনেক চলচ্চিত্রের কাহিনীও তাঁর লেখা। ১৯৫০ সাল থেকে জয়নাল আবেদীন ঢাকায় বসবাস করেন। তাঁর ঠিকানা ছিল তোপখানা রোডের জাতীয় প্রেসক্লাব। সেখানেই তিনি থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। দুই ভাই পাকিস্তানের করাচীতে থাকেন। একমাত্র বোন চার বছর আগে মারা যান। বাবা মোস্তফা ও মা জয়তুন বিবির কবর সৈয়দপুরে। পাকিস্তানের ডেইলী জং পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট চলচ্চিত্র কাহিনীকার জয়নুল আবেদীন ১৯৩৭ সালে ভারতের এলাহাবাদে জন্ম গ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি বাবার সঙ্গে এদেশে চলে আসেন। তাঁর বাবা ছিলেন রেলওয়ের একজন কর্মকর্তা। তাঁর শৈশব কাটে বিহার ও সৈয়দপুরে। ১৯৫২ সালে ঢাকা কলেজে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেন। সাংবাদিকতার জীবন শুরু ১৯৫৭ সালে উর্দু দৈনিক জংয়ের মাধ্যমে। পরে তিনি মর্নিং নিউজ, বাংলাদেশ টাইমস, চলচ্চিত্র পত্রিকা চিত্রালী, ওয়াতন, সংবাদ সংস্থা এনায় কাজ করেছেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক শোক বার্তায় সাংবাদিক জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
×