ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মার্কিন এ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি

প্রকাশিত: ০৯:০১, ৩ মার্চ ২০১৭

মার্কিন এ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করা নিয়ে এবার তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। ডেমোক্র্যাটরা তার পদত্যাগ দাবি করেছে। খবর বিবিসির। সেশনস ১০ জানুয়ারিতে সিনেটে শুনানিতে রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন। বলেছিলেন, রাশিয়ানদের সঙ্গে তার কোন যোগাযোগ হয়নি। বুধবার রাতে একটি বিবৃতিতে তিনি আবারও বলেন, নির্বাচনী প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি কখনও সাক্ষাত করেননি। এ ধরনের অভিযোগ আসলে কি নিয়ে করা হচ্ছে, তা তিনি জানেন না। এ অভিযোগ মিথ্যা। কিন্তু বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিশ্চিত করেই জানিয়েছে যে, গত বছর জুলাই ও সেপ্টেম্বরে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য থাকার সময় সেশনস রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলায়াকের সঙ্গে সাক্ষাত করেছিলেন। ডেমোক্র্যাটরা বলছেন, জেফ মিথ্যা বলে শপথ নিয়েছেন। সেকারণে তার পদত্যাগ করা উচিত। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং নির্বাচনী প্রচারে জড়িতদের সঙ্গে রুশ কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি নিয়ে এফবিআইএর তদন্ত কার্যক্রম থেকেও সেশনসের সরে দাঁড়ানো উচিত। কারণ এ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি এফবিআইএর এই কার্যক্রম তদারক করছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছেন, নির্বাচনী প্রচারে ডেমোক্র্যাট দলের সংগঠনগুলোতে রাশিয়া অবৈধভাবে হ্যাকিং চালানোর মাধ্যমে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সহায়তা করেছে। মার্কিন বিচার বিভাগের তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকা বলছে, সেশনস গত বছর একবার নয় দুইবার রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলায়াকের সঙ্গে সাক্ষাত করেছিলেন। পত্রিকাটি জানায়, সেপ্টেম্বরে সেশনস তার কার্যালয়ে কিসলায়াকের সঙ্গে ব্যক্তিগত আলাপ করেছেন। আর এর আগে অন্যান্য আরও কয়েকজন রাষ্ট্রদূতকে নিয়ে বৈঠকের সময়ও তিনি রুশ দূতের সঙ্গে আলাপ করেছিলেন।
×