ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৩৮, ৩ মার্চ ২০১৭

ঝলক

আত্মহত্যা ঠেকাবে ফেসবুকের এআই এবার ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ব্যবহার করে টুলস এবং অন্যান্য সেবার উন্নয়ন করছে প্রতিষ্ঠানটি। এ জন্য তারা আত্মহত্যা প্রতিরোধী টুলের সঙ্গে লাইভ স্ট্রিমিং সেবা, ফেসবুক লাইভ ও মেসেঞ্জার সেবা একীভূত করার পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মহত্যার প্রবণতা রয়েছে এমন ব্যবহারকারীদের খুঁজে বের করতে সাহায্য করবে বলে জানিয়েছে ফেসবুক। ইতোমধ্যেই লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের মধ্যে আক্রমণাত্মক আর আপত্তিকর উপাদান পর্যবেক্ষণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ফেসবুক। মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আগের জানুয়ারিতে ফ্লোরিডার এক ১৪ বছর বয়সী বালিকা ফেসবুক লাইভে তার আত্মহত্যার ভিডিও সরাসরি সম্প্রচার করে। ফেসবুকের ভাষ্য অনুযায়ী, আপডেটেড টুলস লাইভ ভিডিও দেখছেন এমন ব্যবহারকারীদের সরাসরি যিনি সম্প্রচার করছেন তার নিকট পৌঁছাবার এবং ফেসবুকের কাছে ভিডিওটি সম্পর্কে রিপোর্ট করার সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্রের ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো আত্মহত্যা। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকস স্টাডি অনুযায়ী, দেশটিতে ১৯৯৯-২০১৪ সালের মধ্যে আত্মহত্যার প্রবণতা এক লাফে ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। -নিউইয়র্ক পোস্ট ও বিবিসি এ্যাপ দিয়ে মৃত স্বজনের সঙ্গে কথা... দক্ষিণ কোরিয়ায় এমন একটি মোবাইল এ্যাপলিকেশন তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে মৃত আত্মীয়স্বজনের সঙ্গে সেলফি তোলা যাবে। এ্যাভাটার নামের এই এ্যাপটি ব্যবহার করে মারা যাওয়া বন্ধু বা পরিবারের সদস্যদের ছবি ত্রিমাত্রিক স্ক্যান করে এমনভাবে তৈরি করা হবে, যেন তিনি এখনও জীবিত। এরপর সেই ছবির পাশে নিজেকে দাঁড় করিয়ে মানুষজন সেলফি তুলতে পারবে, যেন জীবিত দুইজনের সেলফি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মৃত সেই স্বজনের সঙ্গে কথাও বলা যাবে। এলরোইস নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার, ইয়ুুন জিন লিম বলছেন, আমরা আসলে এই পরিকল্পনাটা করেছি এমন কারও জন্য, যে তার কোন স্বজন বা বন্ধুকে হারিয়েছে। আমার ব্যক্তিগত একটি বিষয় থেকে প্রথম এই ধারণাটি আসে। কয়েক বছর আগে আমার দাদি মারা যান, কিন্তু আমি দুঃখের ০১সঙ্গে লক্ষ করলাম, তার সঙ্গে কোন ছবি নেই। এ রকম ক্ষেত্রে আমাদের এ্যাভাটার হবে আদর্শ একটি এ্যাপ। তিনি মনে করেন, এটা মিথ্যা বা জালিয়াতি নয়, কারণ এটি ত্রিমাত্রিক ছবি। আসল মানুষটি তো মনের ভেতরেই থাকে। হয়ত অনেক মানুষ নেতিবাচকভাবেও বিষয?ট ভাবতে পারে, বলছেন ইয়ুন জিন লিম। প্রথমদিকে ছবিগুলো ত্রিমাত্রিক করার জন্য কোন পেশাদার প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। তবে ভবিষ্যতে মোবাইল ফোনে ত্রিমাত্রিক প্রযুক্তি চলে এলে তখন মানুষ নিজেরাই ছবি ত্রিমাত্রিক করে নিতে পারবেন বলে এ্যাপ নির্মাতারা আশা করছেন। -বিবিসি
×