ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন

নির্বাচন বাতিলের আবেদন আপীল বিভাগেও খারিজ

প্রকাশিত: ০৫:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচন বাতিলের আবেদন আপীল বিভাগেও খারিজ

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের নির্বাচন বাতিলের আবেদন আপীল বিভাগেও খারিজ হলো। বিচারপতি মোঃ আব্দুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে আপীল বিভাগ এই আদেশ প্রদান করেছে। আইনমন্ত্রীর পক্ষে ছিলেন এ্যাডভোকেট এম আমিনউদ্দিন । প্রসঙ্গত, ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নির্বাচিত হন বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হেফজুল বারি। নির্বাচন কমিশন তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করলে তিনি নির্বাচনের পর ওই আসনের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করেন। পরবর্তীতে হাইকোর্ট তার রিট আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে তিনি লিভ টু আপীল দায়ের করেন, যা বৃহস্পতিবার আপীল বিভাগও খারিজ করে দিয়েছে।
×