ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশোরে খানাখন্দ সড়ক দ্রুত মেরামত দাবি

প্রকাশিত: ০৪:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

যশোরে খানাখন্দ সড়ক দ্রুত মেরামত দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খানাখন্দে ভরা মহাসড়কে মাসদুয়েক আগে সংস্কারকাজ শুরু হলে স্বস্তির নিশ্বাস ছাড়েন যশোরের ঢাকা রোডে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু সেই সংস্কারকাজই এখন তাদের কাল হয়েছে। সড়কের বিভিন্ন স্থান খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। ইতোমধ্যে এর থেকে নিস্তার পেতে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধও করেছেন। তবে সমস্যার সমাধান মেলেনি, প্রকারান্তরে দিন দিন বাড়ছে। জানা যায়, ঢাকা রোডের মনিহার থেকে পালবাড়ি মোড় পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এই পাঁচ কিলোমিটার সংস্কারকাজের জন্য আট কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। টেন্ডার শেষে মাসদুয়েক আগে কাজও শুরু হয়। কিন্তু হঠাৎ করে মন্ত্রণালয় থেকে টেন্ডারে ত্রুটি ধরা পড়লে বন্ধ হয়ে যায় কাজ। ফলে সমস্যায় পড়তে হয় যাত্রী ও স্থানীয়দের। মঙ্গলবার শহরের কাঁঠালতলা জামে মসজিদের সামনে গিয়ে দেখা যায়, মহাসড়কের এই অংশের কার্পেট তুলে ফেলা হয়েছে। কিন্তু কাজ শুরুর পরপরই বন্ধ হয়ে যায়। এখন সেখানে ধুলা আর ধুলা। রিক্সাচালক আবু বক্কর বলেন, ‘আগে ছিল খানাখন্দ। চলাচলে কষ্ট হতো। তবে এখন যা হয়েছে তা জীবনের জন্য ঝুঁকি। রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে চোখ, নাক, মুখ ধুলাবালিতে ভরে যায়। আমরা এ রাস্তার দ্রুত সংস্কার চাই।’ স্থানীয় হোটেল শ্রমিক খন্দকার আইয়ুব হোসেন বলেন, ‘রাস্তার পাশে দোকানদারি করি। ধুলায় আমাদের জীবন শেষ। যারা এভাবে রাস্তা খুঁড়ে ফেলে রেখেছেন তারা আমাদের কথা ভাবেন না। আমাদের সমস্যা বুঝতে চান না। কবে সমাধান হবে তা কী জানি?’
×