ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পল্টনে গাজী ট্যাঙ্কের অফিসে গুলি ॥ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৮:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

পল্টনে গাজী ট্যাঙ্কের অফিসে গুলি ॥ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ সরকারদলীয় এমপি গাজী গোলাম দস্তগীরের ব্যবসায়িক কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। তার নাম মোশাররফ হোসেন ভূইয়া (২১)। ছাত্রলীগের এক কর্মী। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে অবস্থিত কালভার্ট রোডের ১৯তলা ভবনের ওই ব্যবসায়িক কার্যালয়ে এই গুলিবদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোশাররফ হোসেন ভূইয়াকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, সাংসদ গাজী গোলাম দস্তগীরের পল্টনের গাজী ট্যাঙ্কের অফিসে সন্ধ্যায় ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। তিনি বলেন, গাজী গোলাম দস্তগীরের এপিএস কামরুজ্জামানের কক্ষে পূর্বশত্রুতা নিয়ে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মোশাররফ গুলিবিদ্ধ হয়। ওই ভবন থেকে কয়েকজনকে আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, চার-পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন সেখানে দুপক্ষের মধ্যে গোলাগুলির কোন ঘটনা ঘটেনি। গুলিবিদ্ধ মোশাররফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এপিএস কামরুজ্জামান। তিনি বলেন, বিকালে রূপগঞ্জ থেকে পল্টনে এমপির অফিসে আসেন নেতাকর্মীরা। সেখানে সন্ধ্যায় হঠাৎ একটি গুলির শব্দ হয়। এ সময় মোশাররফ হোসেন ভূইয়া গুলিবিদ্ধ হয়। পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এ বিষয়ে রাতে পল্টন থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমি রাত আটটায় ডিউটিতে এসেছি। সেখানে কি ঘটেছে এখনও জানতে পারিনি। এ বিষয়ে কোন মামলা হয়েছে কিনা কর্মকর্তারা ফেরার পরই জানা যাবে।
×