ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চালের দাম বাড়তির দিকে, কমেছে সবজির ॥ বেড়েছে পেঁয়াজের

প্রকাশিত: ০৫:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০১৭

চালের দাম বাড়তির দিকে, কমেছে সবজির ॥ বেড়েছে পেঁয়াজের

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমেছে সবজির। চালের দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে। বেড়েছে পেঁয়াজের দাম। বেড়ে আর কমছে না রসুনের দাম। এছাড়া আটা, খোলা ভোজ্যতেল, ডাল, চিনি এবং ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। দেশীয় জাতের সরবরাহ বাড়ায় মাছের দাম কমতির দিকে রয়েছে। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, নিউমার্কেট কাঁচাবাজার এবং মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। দাম বেড়ে দেশী পেঁয়াজ ২৫-২৭ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশী পেঁয়াজের দাম ছিল ২২ টাকা। রাজধানীর বাজারে চীনা রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জাত ও মানভেদে দেশী রসুন ১৬০-১৮০ বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বিক্রেতারা বলছেন এ পণ্যটির দাম বেড়ে আর কমছে না। সপ্তাহের ব্যবধানে চালের দাম কিছুটা বেড়েছে। স্বর্ণা চাল ৪০ টাকা, পারিজা চাল ৪১ টাকা, মিনিকেট ৫০-৫২ টাকা, বিআর আটাশ চাল ৪২-৪৪ টাকা, নাজিরশাইল চাল ৪২-৪৮ টাকা, বাসমতি চাল ৫৬ টাকা, কাটারিভোগ চাল ৭৪-৭৬ টাকা, হাস্কি নাজির চাল ৪০ টাকা এবং পোলাও চাল ১০০ (পুরাতন), নতুন ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে প্রতিকেজি কালো বেগুন ৬০ টাকা, শিম ৪০-৫০ টাকা, টমেটো ৫০ টাকা, শশা ৪০-৪৫ টাকা, গাঁজর ৪০ টাকা, পেঁয়াজের কালি ১৫ টাকা, চাল কুমড়া ১৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, মূলা ৩০ টাকা এবং শালগম ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কেজিপ্রতি দেশী মসুর ডাল বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। ভারতীয় মসুর ডাল ১১৫ টাকা, মুগ ডাল (দেশী) ১২০ টাকা, ভারতীয় মুগ ডাল ১১০ টাকা, মাসকলাই ১৩৫ টাকা এবং ছোলা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, লেয়ার মুরগি প্রতিকেজি ১৮০ টাকা, দেশী মুরগি প্রতিকেজি ৪০০ টাকা ও প্রতিকেজি গরুর মাংস ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতিকেজি রুই মাছ ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, সরপুঁটি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা, কাতলা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা এবং প্রতিকেজি মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে বার শ’ থেকে দেড় হাজার টাকায়।
×