ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

শিক্ষক, ছাত্র ও শিশুসহ নিহত ৯

প্রকাশিত: ০৪:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

শিক্ষক, ছাত্র ও শিশুসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ ট্রাক চাপায় বাগেরহাটে মোটরসাইকেলের দুই আরোহী, নওগাঁয় স্কুল শিক্ষক, কিশোরগঞ্জে শিশু, রূপগঞ্জে বৃদ্ধা, দিনাজপুরে নারী, বরিশালে পুরোহিত, কালকিনিতে ছাত্র ও রাঙ্গুনিয়ায় যুবক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বাগেরহাট ॥ বালুবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফকিরহাট উপজেলার খুলনাÑমংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওসমান (৩৫) ও সোহাগ (৩২)। তাদের বাড়ি মংলা উপজেলায় বলে জানা গেছে। নওগাঁ ॥ মঙ্গলবার সকালে সাপাহার-পতœীতলা সড়কের নকুচা মোড়ে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শহীদুল ইসলাম কাজল (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার ছেলে আল-আমিন (৭)। নিহত কাজল পলিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং কাজীপাড়া গ্রামের শফিউদ্দীনের ছেলে বলে জানা গেছে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোরী পরিবহনের বাসচাপায় তাহেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত তাহেনা বেগম উপজেলার বাড়ৈপাড় এলাকার আব্দুল মালেকের স্ত্রী। কাঁচপুর হাইয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, দুপুর ১টার দিকে কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী গ্লোরী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাহেনা বেগম নিহত হন। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জ শহরের সতালে ট্রাক্টর চাপায় মুজাহিদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার শাহাব উদ্দিনের শিশুপুত্র বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ-করিমগঞ্জের চামটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুজাহিদ দুপুরে বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এমন সময় একটি দ্রুত ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর ॥ দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর তাঁত বোর্ডের সামনে দ্রুতগামী বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জ্বালানি খড়ির দোকানে ঢুকে যায়। বিআরটিসি বাস ওই দোকানে থাকা গৃহবধূ মহাবী বেগম (৩৫)কে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহত মহাবী বেগমকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহাবী বেগম চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের ইছাহাক আলীর স্ত্রী। কালকিনি, মাদারীপুর ॥ কালকিনিতে মাহিন্দ্রের চাপায় তৌফিকুল ইসলাম-(১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে উপজেলা সদরের সিনিয়র ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। মঙ্গলবার বিকেল ৩টায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের বিপ্লব বেপারী মাদ্রাসা পড়ুয়া ছেলে তৌফিকুল ইসলাম একটি সাইকেল চালিয়ে মাদ্রাসা ছুটি শেষে বাড়িতে রওনা দেয়। পথে স্থানীয় প্রেসক্লাবের সামনে পৌঁছলে পেছন থেকে একটি মাহিন্দ্র এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। রাঙ্গুনিয়া ॥ চট্টগ্রাম রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকায় সড়ক দুর্ঘটনায় রোয়াজারহাটের এক দর্জি দোকানদার নিহত হয়েছে। সিএনজিচালিত অটোরিক্সার সামনের আসনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত দর্জি দোকানদারের নাম প্রভাত পাল (৩২)। সে উপজেলার বুড়ির দোকানের পালপাড়া এলাকার অনিল পালের একমাত্র ছেলে। জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টায় রোয়াজারহাটের নিজের দর্জি দোকানের কাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিক্সায় উঠেছিল প্রভাত। অটোরিক্সার সামনের বাম পাশের আসনে বসেছিল সে। তার ডান হাতে দুইটা মুরগি ও একটি বাজারের ব্যাগ ধরা ছিল। গাড়িটি রোয়াজারহাটের ব্রিজে উপর পৌঁছলে তার পকেটে থাকা মুঠোফোন বেজে ওঠে। সে তা বের করে মোবাইলে কথা বলতে গিয়ে অটোরিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। ইতিমধ্যে অন্য একটি দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। প্রভাতের রোয়াজারহাটের ডিআর আয়েশা মার্কেটের দ্বিতীয় তলায় ‘স্বপ্নছোড়া টেইলার্স’ নামে একটি দর্জি দোকান ছিল। বরিশাল ॥ দুই নৈশ পরিবহনের সংঘর্ষে আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের পুরোহিত সুনীল কুমার চক্রবর্তী (৫৫) নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। জানা গেছে, সোমবার রাত সাড়ে দশটার দিকে বেনাপোলগামী চাকলাদার পরিবহন ও বরিশালগামী সাকুরা পরিবহনের বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লায় সংঘর্ষ হয়। এতে ২০ যাত্রী আহত হয়।
×