ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশোরে দুর্বৃত্তের হামলায় ভারতীয় নাগরিক নিহত

প্রকাশিত: ০৫:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

যশোরে দুর্বৃত্তের হামলায় ভারতীয় নাগরিক নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে দুর্বৃত্ত হামলায় আয়ুব আলী (৪৫) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার কুলেনন্দনপুর গ্রামের বাহার আলীর পুত্র। নিহতের মামাত ভাই যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের বাসিন্দা মজিবর রহমান জানান, ‘তার ফুফাত ভাইয়ের ভারতের বগদা থানার বয়রা বাজারে একটি জুতার দোকান রয়েছে। তিনি পাসপোর্টে বাংলাদেশে এসে বিভিন্ন ব্যবসায়ীর কাছে জুতা বিক্রি করতেন। এজন্য চৌগাছার নিরিবিলি পাড়ায় একটি বাসা ভাড়া নেন। সেখান থেকে চৌগাছা থানার পুলিশ গত ১৮ ডিসেম্বর ভারতীয় রুপী ও ৪৬ জোড়া জুতাসহ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। সে সময় চৌগাছা বাজারের ছামাদিয়া লাইব্রেরীর মালিক শরিফুল ইসলামের সিটি কলেজ পড়–য়া এক ছেলেকেও আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়। মুজিবর আরও জানান, গত ৩০ জানুয়ারি আয়ুব আলী যশোর আদালত থেকে জামিন পান। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার যশোর কারাগার থেকে মুক্ত হয়ে চৌগাছায় আসেন। শুক্রবার যশোর শহরের সিটি কলেজ পাড়ায় একজনের কাছে কিছু পাওনা টাকা আনতে যান। শনিবার তার (আয়ুব) পূর্ব পরিচিত যশোরের ডেন্টাল ডাঃ মুজিবর রহমান আমাকে ফোনে জানান, তাকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রবিবার রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। ডাঃ মুজিবর রহমান মোবাইলে জানান, নিহতের ভাই পল্লী বিদ্যুতের সাবেক এজিএম মৃত কামাল হোসেনের সূত্রে তাকে আমি চিনতাম। শনিবার যশোর কোতোয়ালি থানা থেকে ফোন করে বলা হয় ‘আপনার পরিচিত আয়ুব গুরুতর আহত। তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।’ আমি তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি করি এবং তার পরিজনদের কাছে সংবাদ দেই। আয়ুবের থেকে শুনেছি ‘সে যশোর সিটি কলেজের হোস্টেলে কারও কাছে টাকা পেত। শুক্রবার সেখানে টাকা আনতে গেলে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে পুলিশের কাছে দেয়। এরপর পুলিশ আমাকে সংবাদ দেয়। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ‘বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই। এদিকে গত ১৮ ডিসেম্বর আয়ুব আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছিল বলে চৌগাছা থানার সেকেন্ড এসআই অফিসার আকিকুল ইসলাম জানিয়েছেন।
×