ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ ॥ নিহত ১ আহত ১০

প্রকাশিত: ০৫:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৭

কুষ্টিয়ায় আওয়ামী  লীগের দু’পক্ষে  সংঘর্ষ ॥ নিহত ১  আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ ফেব্রুয়ারি ॥ আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জের ধরে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সকাল ৮ টায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী মঠপাড়া গ্রামের মৃত গফুর মেম্বারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিয়ারখী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমি ভাগবাটোয়ারা নিয়ে আব্দুল কাদের পক্ষের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন পক্ষের সমর্থক ইসমাইলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আফজাল গ্রুপের পক্ষের সমর্থক ইদ্রিস আলীর উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র (ফালা) ছুড়ে মারলে গলায় বিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় উভয়পক্ষে আরও অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। অন্যদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
×