ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ জানুয়ারি ২০১৭

কেরানীগঞ্জে হত্যা মামলার বাদীকে  হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ কোন্ডা ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের আহ্বায়ক ও কোন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্লাহ চৌধুরীর পরিবারকে আসামিরা হত্যার হুমকি দিচ্ছে। আতঙ্কে বাদীপক্ষ নিরাপত্তা হীনতায় ভুগছে। ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ডিসেম্বরের ১০ তারিখে। ওই দিন আওয়ামী লীগ নেতা আতিক উল্লাহ চৌধুরী নিখোঁজ হন। ১১ ডিসেম্বর বিকেলে তার মরদেহ পুলিশ দোলেশ্বর হাসপাতালের জঙ্গল থেকে ২০১৫ সালের উদ্ধার করে। এ ঘটনায় ১৩ ডিসেম্বর নিহতের ছেলে কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার চার্জশীট প্রদান করা হয় গত জানুয়ারি ২০১৫ সালে। পরে মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। মামলার চার্জশীটভুক্ত আট আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে বাদীকে হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। ওই আসামিরা হলোÑ জাহাঙ্গীর আলম, গুলজার হোসেন, আসিফ, সিহাব আহমেদ শিবু, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম ওরফে টুন্ডা আমীন, তাজুল ইসলাম, সম্পা। বর্তমানে দুই আসামি সিহাব আহমেদ শিবু ও রফিকুল ইসলাম ওরফে টুন্ডা আমিন জামিনে বের হয়ে পলাতক রয়েছে। আসামিরা আদালতে সাক্ষী না দেয়ার জন্য বাদীকে (বতর্মান) কোন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ফারুক চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে আসছে। বাদী আসামিদের অব্যাহত হুমকিতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ঢাকার ১নং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ২০১৭ পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। ইতোমধ্যে সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে। সাইদুর রহমান চৌধুরী বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি আদালতে আমার সাক্ষ্য দেয়ার কথা আছে। আমি যাতে আদালতে সাক্ষী না দেই সে জন্য আসামিরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। অন্য সাক্ষীরা সাক্ষী দিতে না পারলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারি। তিনি আরও বলেন, আমার বাবা হত্যাকা-ের মামলাটি যাতে অতিদ্রুত বিচারকার্য সম্পন্ন হয় এ জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
×