ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারতীয় পতাকার রঙে বুর্জ খলিফা

প্রকাশিত: ০৫:৪০, ২৮ জানুয়ারি ২০১৭

ভারতীয় পতাকার রঙে বুর্জ খলিফা

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বের সবচেয় উঁচু ভবন বুর্জ খলিফার আলোকসজ্জা করা হয়েছিল ভারতের পতাকার রঙে। বুধবার রাতে বুর্জ খলিফার আলোকসজ্জায় ভারতের পতাকার তিন রং জাফরান, সাদা ও সবুজ ভেসে ওঠে। এক টুইটে বুর্জ খলিফা কর্তৃপক্ষ ইংরেজী ও আরবী দুই ভাষায়ই বলে, ‘ভারতের জাতীয় পতাকার রঙে দৃষ্টিনন্দন আলোকসজ্জার মাধ্যমে আমরা আজ রাতে ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছি।’ দুবাইয়ে ভারতের প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানিয়ে বুর্জ খালিফা কর্তৃপক্ষ এ বিশেষ উদ্যোগ নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা, সাড়ে ৭টা এবং রাত সাড়ে আটটার সময়ও একই ভাবে ভারতীয় পতাকার তিন রঙে সেজে ওঠে বুর্জ খালিফা। আর বিশ্বের উচ্চতম এ বহুতল ভবনসংলগ্ন মিউজিক্যাল ঝর্ণা নেচে ওঠে জয় হো এবং বন্দে মাতরম গানের সুরে। ভারতের এ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি ছিলেন আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্যারেডে নেতৃত্ব দেয় সংযুক্ত আরব আমিরাতের একদল সেনা। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ফরাসী সেনারা অংশ নিয়েছিল। -এনডিটিভি অবলম্বনে
×