ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকারের ইচ্ছায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ॥ রিজভী

প্রকাশিত: ০৯:০১, ২৭ জানুয়ারি ২০১৭

সরকারের ইচ্ছায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সরকারের ইচ্ছায় জারি হয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, জিয়া পরিবারকে হেয় করার জন্য একের পর এক মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। আমি বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মসূচী ॥ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনগুলো পৃথক বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে। এর মধ্যে যুবদল শুক্রবার সারাদেশে থানায় থানায়, শনিবার জেলায় জেলায় এবং রবিবার ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচী পালন করবে। স্বেচ্ছাসেবক দল শুক্রবার মহানগর-জেলা এবং শনিবার থানা-উপজেলা-পৌরসভায় বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে। ছাত্রদল শনিবার জেলা-মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচী ঘোষণা করেছে। সার্চ কমিটির বেশিরভাগ সদস্য সরকারী দলেরÑ নজরুল ॥ সার্চ কমিটির বেশিরভাগ সদস্য সরকারী দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
×