ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাউফলে সোলার প্যানেল সরবরাহে অনিয়ম

প্রকাশিত: ০৪:৫৯, ২৭ জানুয়ারি ২০১৭

বাউফলে সোলার প্যানেল সরবরাহে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ জানুয়ারি ॥ বাউফলে টেস্টরিলিফ ও কাবিখার অর্থায়নে হতদরিদ্র পরিবার, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে বিনামূল্যে সরবরাহকৃত সোলার প্যানেল স্থাপনে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে পল্লী দারিদ্র্যবিমোচন সংস্থার বাউফল শাখার এক কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশেই নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা এসব সোলার প্যানেল সরবরাহের মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাত করা হয়েছে। জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে বাউফল উপজেলায় প্রায় এক হাজারটি সোলার প্যানেল স্থাপন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে উপজেলা পল্লী দারিদ্র্যবিমোচন সংস্থা এবং উদ্দীপন নামে একটি এনজিও এই সোলার প্যানেল সরবরাহ করে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন হতদরিদ্র পরিবার, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে এসব সোলার প্যানেল লাগানোর কথা থাকলেও সোলার প্যানেলগুলো স্থাপনের ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করেনি কর্তৃপক্ষ। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সোলার প্যানেল পাওয়ার উপযোগী নয় এমন সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেও দেয়া হয়েছে সোলার প্যানেল। সব থেকে বড় অভিযোগ রয়েছে সরবরাহকৃত এসব সোলার প্যানেলের ব্যাটারির মান নিয়ে। সরবরাহকৃত এসব সোলার প্যানেলের বেটারিগুলো ৩০ থেকে ৫০ ওয়াট কার্যক্ষমতা সম্পন্ন বলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যাটারিগুলো তা সরবরাহ করছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিচ্ছিন্ন চরে, ধুলিয়া ইউনিয়নের চর বাসুদেবপাশা এবং কাছিপাড়া ইউনিয়নের স্থাপন করা এসব সোলার প্যানেল কিছুদিনের মধ্যেই অকেজো হয়ে পড়েছে বলে জানান ভুক্তভোগীরা। ওই ইউনিয়নের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাই আল্লার ওয়াস্তের মালের যে অবস্থা হয় আর কি। লাগানোর পর থেকেই একই অবস্থা না জ্বলে বাতি না দেয়া যায় মোবাইল চার্জ। নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি চেয়ারম্যান বলেন, অনেক সোলার আছে যেগুলো এখন অকেজো হয়ে যাচ্ছে। এসব সোলারগুলো মেরামতেও আগ্রহী নয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এদিকে নাম প্রকাশ না করার শর্তে কালিশুরী ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, কালিশুরী ইউনিয়নে বিভিন্ন এলাকায় লাগানো সোলার প্যানেলগুলোর একটি বড় অংশ কাজ করছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। এ প্রসঙ্গে দারিদ্র্যবিমোচন সংস্থার বাউফল শাখার ব্যবস্থাপক পরিতোষ কান্তি দাস অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, গুণগত মান বজায় রেখেই প্রতিটি সোলার প্যানেল সরবরাহ করা হয়েছে। অনেক সময় মেঘ ও কুয়াশার কারণে কিছু সোলার প্যানেলে সাময়িক অসুবিধা হতে পারে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি।
×