ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় ভস্মীভূত হয়েছে তিন ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, আগুনে পুড়েছে একটি এলপি গ্যাসের দোকান, একটি পোল্ট্রি খামার এবং একটি ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস দফতর সূত্রে জানানো হয়েছে। বরিশাল স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জনান, রাতের আঁধারে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামে। ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন ফকিরের পুত্র ভ্যানচালক জামাল ফকির অভিযোগ করেন, জমিজমা সংক্রানমশ বিরোধের জের ধরে একই বাড়ির তার চাচাত ভাই আলাম ফকিরের সয়েমড় তাদের মামলা চলে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আলাম ফকিরের সঙ্গে তার (জামাল) স্ত্রী শ্যামলী বেগমের ঝগড়া হয়। ওইদিন রাত তিনটার দিকে তাদের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় বসতঘরে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহানে তার স্ত্রীর ঘুম ভেঙ্গে গেলে সে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জনান, বুধবার ভোরে একটি বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে মোটর পার্টস, ভলকানাইজিং ও মুদির দোকানসহ সাতটি দোকান ও মালামাল পুড়ে গেছে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা বাজার এলাকায় বুধবার ভোরে মোটরপার্টসের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের আরও ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মহেশখালী স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর মাতারবাড়িতে অগ্নিকা-ে দোকান, ওয়ার্কসপ ও ৬টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ রাজঘাট বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানান, সকাল ৯টায় মাতারবাড়ি ইউনিয়নের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ৬টি বসতবাড়ি, ১টি ওয়ার্কসপ ও ১টি দোকানসহ মোট ৮টি স্থাপনা রয়েছে।
×