ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুই মন্ত্রীকে নিয়ে কটূক্তি ॥ শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ জানুয়ারি ২০১৭

দুই মন্ত্রীকে নিয়ে কটূক্তি ॥ শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা। সোমবার মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল। মামলায় অভিযুক্ত আলী হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। মামলার বিবরণে জানা যায়, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছেন শিক্ষক আলী। বিচারক অভিযোগ আমলে নিয়ে তা এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক আলী নিজকে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক দাবি করে জানান, বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে ইকবালের সঙ্গে বিরোধের জের ধরে গত ১০ জানুয়ারি তাকে কুপিয়ে জখম করা হয়েছিল। শুধু তাই নয়, তিনি বিভিন্ন সময়ে লোক পাঠিয়ে তাকে হুমকি দিয়ে থাকেন। আক্রান্ত হওয়ার ভয়ে স্কুলে যেতে পারেন না এই শিক্ষক। তিনি ফেসবুকে কোন মন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর কিছু লেখেননি বলে দাবি করেন। ইস্টার্ন ভার্সিটিতে নবীনবরণ ইস্টার্র্ন ভার্সিটির (ইইউ) ‘স্প্রিং ২০১৭’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ ২২ জানুয়ারি ধানম-ির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান ও আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন- ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল খায়ের চৌধুরী, মোহাম্মদ আলী আজ্জম ও অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার সিদ্দীক হোসাইন, ডিন, এ্যাডভাইজার, রেজিস্ট্রার, চেয়ারপার্সন এবং ছাত্রছাত্রীবৃন্দ। -বিজ্ঞপ্তি কর্মমুখী শিক্ষার সনদ বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বেইস খান জাহানিয়া গণবিদ্যালয়ের উদ্যোগে সোমবার দুপুরে ‘হাতে-কলমে কর্মমুখী শিক্ষা’ শেষে ৯১ শিক্ষার্থীকে সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়েছে। আইএসআইএসএডি প্রকল্পের আওতায় অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিসি শফিকুল ইসলাম। বক্তব্য দেন শাহীদা ইয়াসমিন, মাহাবুবুল ইসলাম, অধ্যক্ষ কেএম কামরুজ্জামান, সুবোধ কুমার রায়। কানাডার অর্থায়নে আইএলও-এর সহায়তায় এবং বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় এই প্রকল্পে বিভিন্ন পেশার শিক্ষানবিশদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে। ক্রীড়া প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ ‘ক্রীড়াই শক্তি’ এমন সেøাগান নিয়ে বরাবরের মতো এবারও সোমবার ঐতিহ্যবাহী হবিগঞ্জ বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ( বিকেজিসি) অনুষ্ঠিত হলো আকর্ষণীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রধান শিক্ষক সুধাশু কর্মকারের সভাপতিত্বে, হাবিবুর রহমানের সঞ্চালনা ও জয়দেব চন্দ্র সিনহার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হবিগঞ্জ সরকারী মহিলা মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল নাজমুল হক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। অনুষ্ঠনের ২য় পর্যায়ে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।
×