ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খুলনায় বন্দুকযুদ্ধে যুবক আহত

প্রকাশিত: ০৬:৪১, ২৪ জানুয়ারি ২০১৭

খুলনায় বন্দুকযুদ্ধে যুবক আহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আজিজুলকে (২৩) নিয়ে অস্ত্র উদ্ধারে গিয়ে গোলাগুলিতে খুলনা থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আসামি আজিজুল। রবিবার দিনগত রাত আড়াইটার দিকে মহানগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার আসামি আজিজুলকে রবিবার রাত ১১টায় গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। রাত আড়াইটার দিকে নগরীর বাগমারা এলাকায় পৌঁছালে কলা গাছের একটি ঝোপের মধ্য থেকে আজিজুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এতে তিনিসহ ৫ পুলিশ সদস্য আহত হন। আসামি আজিজুল গুলিবিদ্ধ হলেও তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আসামি আজিজুলের বিরুদ্ধে কলেজশিক্ষক চিত্তরঞ্জন হত্যাসহ ৭টি মামলা রয়েছে বলে ওসি জানান। বই পড়লেই পুরস্কার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বগুড়ার শিবগঞ্জের আমতলী মডেল স্কুলে আয়োজন করা হয়েছে বই পড়া দিবসের। এদিন বই পড়লেই দেয়া হবে পুরস্কার। নিজেকে গড়তে এবং আলোকিত মানুষ হতে বই পড়ার বিকল্প নেই। আমতলী মডেল স্কুল এ নীতিতে বিশ্বাস করে। সে লক্ষ্যে এ স্কুলের ভাষাসৈনিক বাহাউদ্দীন চৌধুরী পাঠাগারের উদ্যোগে এবার থেকে শুরু করা হলো বই পড়া দিবসের। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একসঙ্গে এক মাঠে অনুষ্ঠিত হবে বই পড়া কার্যক্রম। বিনাশর্তে যে কোন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার মানুষ স্কুলের পাঠাগারের বই নিয়ে পড়বেন। তিন ক্যাটাগরিতে থাকবে তাৎক্ষণিক অর্থ পুরস্কার। যে যত বই পড়ে নির্দিষ্ট ফরমে সারকথা লিখে দিতে পারবে তাকে বইপ্রতি দেয়া হবে এ পুরস্কার। এছাড়া বই পড়ে বেশি টাকা উপার্জনকারী প্রথম স্থান অধিকারীকেও পুরস্কৃত করা হবে। বিজ্ঞানমেলা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী উপজেলা বিজ্ঞানমেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে ছমির উদ্দীন স্কুল এ্যান্ড কলেজ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহম্মদ আহসান হাবিব প্রমুখ। স্তন ক্যান্সার প্রতিরোধে র‌্যালি সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৩ জানুয়ারি ॥ বোয়ালমারী উপজেলায় সোমবার বেলা ১১টায় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস পাল, ডাঃ গিয়াসউদ্দিন, বামানাহ (সূর্যের হাসি) ক্লিনিকের ম্যানেজার রবিউল ইসলাম, অফিস সহকারী সাইফুর জামান জিন্না প্রমুখ।
×