ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্টামফোর্ডে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:১৯, ২০ জানুয়ারি ২০১৭

স্টামফোর্ডে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রধান কার্যালয়ে বুধবার মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্টামফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদূদ ইলাহী। উপাচার্য প্রফেসর ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহিত কামাল ও ড. ম্যাক ইউরি। আরও উপস্থিত ছিলেন রবিনহুড খ্যাত বাংলাদেশ এ্যানিমেল সোসাইটির সভাপতি আফজাল খান। স্টামফোর্ডের শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এরপর ক্লোজআপ তারকারা সঙ্গীত পরিবেশন করে।-বিজ্ঞপ্তি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম’ শীর্ষক ওয়ার্কশপ রাজধানীর ধানম-িতে ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) ক্যারিয়ার সার্ভিসেস এ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ের ৮০ শিক্ষার্থী এ ওয়ার্কশপে অংশ নেন। ওয়ার্কশপে রিসোর্স পার্সনস হিসেবে উপস্থিত ছিলেন যিশু তরফদার, লিডারশিপ কোচ, কর্পোরেট ট্রেনার, সাকসেস কোচ; মাসুদ রায়হান, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, সিটি ব্যাংক; মিনারুল ইসলাম, পিপল পারফর্মেন্স ম্যানেজার, অগমেটিক্স; ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ সিদ্দীক হোসাইন, রেজিস্ট্রার আবুল বাশার খান, সহকারী অধ্যাপক ওলি আহাদ ঠাকুর, সহকারী অধ্যাপক হাবিব আনোয়ার পাশা, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান এবং ক্যারিয়ার সার্ভিসেস এ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসের ডেপুটি ডিরেক্টর জামাল উদ্দিন জামি। বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যান, আই ক্যাচিং সিভি তৈরি, কভার লেটার তৈরি, জব পোর্টাল, ই-মেইল বা হার্ড কপিতে চাকরির আবেদন করার সঠিক পদ্ধতি, ইন্টারভিউ দেয়ার কৌশল, মক ইন্টারভিউ এবং কিভাবে জব সার্চ করতে হয় সেসব বিষয় তুলে ধরেন। -বিজ্ঞপ্তি
×