ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা

নিখোঁজ সাইফুলসহ জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী জেলহাজতে

প্রকাশিত: ০৬:০০, ২০ জানুয়ারি ২০১৭

নিখোঁজ সাইফুলসহ জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর বড় ছেলে সাইফুল ইসলামকে বৃহস্পতিবার এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার সঙ্গে আরও পাঁচ সন্দেহভাজন জামায়াত-শিবির নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সাইফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে তাকে নিখোঁজ দাবি করে বিভিন্ন দফতরে সন্ধান চাওয়া হয়। দিনাজপুরে গ্রেফতারের পর তিনি নয় দিন নিখোঁজ ছিলেন। আটক অপর পাঁচজন হলো- চ-ীপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, জেলাল উদ্দিন, নজরুল ইসলামের ছেলে আব্দুল হান্নান, ফরিদ মিয়া, ফরহাদ হোসেন ও শ্রীপুর ইউনিয়নের সীচা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের মিয়া। এ নিয়ে এমপি লিটন হত্যা মামলায় মোট আটককৃতের সংখ্যা দাঁড়াল ৯৮ জন। সাইফুলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১০ জানুয়ারি দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামের বড় বোনের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। তারপর থেকেই তার পরিবার সাইফুলের সন্ধান পাচ্ছিল না বলে তাকে উদ্ধারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। তার স্ত্রী হালিমা বেগম দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি করেন এবং বুধবার সাইফুলের মা রেবেকা বেগম ছেলের সন্ধান দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এদিকে এমপি লিটন হত্যার ২১ দিন পরও মামলার কোন অগ্রগতি না হওয়ায় বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। মামলায় গ্রেফতার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে হত্যাকা- সম্পর্কে কোন ক্লু পেয়েছে কি-না সে বিষয়ে পুলিশের কঠোর নীরবতার কারণে কিছুই জানা যাচ্ছে না। প্রতিবাদ সমাবেশ ॥ এমপি লিটন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদসংলগ্ন মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, গাইবান্ধা শহর শাখার সভাপতি ও মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, মোজাম্মেল হোসেন ম-ল, উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, রেজাউল আলম রেজা, আহসানুল করিম চাঁন, এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চল, জাহাঙ্গীর আলম, হাফিজা বেগম কাকলী, মোখলেছুর রহমান রাজু প্রমুখ।
×