ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:০৭, ৫ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে হত্যার দায়ে দুইজনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ জানুয়ারি ॥ আড়াইহাজারে বিষ খাইয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও তার এক সহযোগীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। বুধবার বিকেল জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুনাহার এই রায় দেন। দ-প্রাপ্তরা হলেন স্বামী রুস্তম আলী ও তার সহযোগী সাহা (পলাতক)। জানা গেছে, ১৯৯৫ সালের ৩১ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসমা বেগমকে বাসা থেকে ডেকে এনে ভাপা পিঠার সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় তার সাবেক স্বামী রুস্তম আলী ও সহযোগী সাহা। পিঠা খাওয়ার পর পরই আসমা বেগম বুকে প্রচ- জ্বালাপোড়া বোধ করলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় বড় বোন সখিনা বেগমের কাছে ঘটনার বর্ণনা দেন। পরে রাস্তায় তার মৃত্যু হয়।
×