ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিটিভির ৬ ঘণ্টা সম্প্রচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৩, ১ জানুয়ারি ২০১৭

সিটিভির ৬ ঘণ্টা সম্প্রচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি) ৬ ঘণ্টা সম্প্রচার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি সম্প্রচার উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সিটিভির সম্প্রচার পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা হবে। শুধু তাই নয়, তিনি ২৪ ঘণ্টা সম্প্রচারের জন্য প্রস্তুতি নিতেও বলেন। প্রসঙ্গত, ২০ বছর আগে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটিভির। তখনও আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। সিটিভি উদ্বোধনকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক এবং বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ কমিশনার ইকবাল বাহার, চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আবদুস সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, মঈনউদ্দিন খান বাদল, নজরুল ইসলাম, আফছারুল আমিন, ওয়াশিকা আয়েশা খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, পুলিশ সুপার নুরে আলম মিনা, র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মনোজ সেনগুপ্ত প্রমুখ। গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে সিটিভির অনুষ্ঠান ২৪ ঘণ্টা সম্প্রচারের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রচার পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। আপনারাও ২৪ ঘণ্টার জন্য প্রস্তুতি নিন। আমরা অবশ্য দেখব। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ২০ বছর আগে আপনিই (প্রধানমন্ত্রী) দেড় ঘণ্টার সম্প্রচার উদ্বোধন করেছিলেন। ২০ বছর পরে আপনার উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ৬ ঘণ্টার সম্প্রচার। নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীও সিটিভির অনুষ্ঠান ২৪ ঘণ্টা সম্প্রচারের দাবি জানান। প্রধানমন্ত্রীর উদ্দেশে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারের সহযোগিতায় চট্টগ্রাম নগরীর উন্নয়নে নানামুখী কাজ এগিয়ে চলেছে। তিনিও সিটিভি সম্প্রচারের সময় বৃদ্ধির অনুরোধ জানালে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সময়সীমা বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন। এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংস্কৃতি কর্মীদের করতালিতে মুখরিত হয় জেলা প্রশাসন সম্মেলন কক্ষ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিটিভি শুধু বিনোদনের মাধ্যম নয়, জনসচেতনতার মাধ্যম হিসেবে পরিচালিত হয়ে থাকে। মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালী সংস্কৃতিকে ধারণ করে কাজ করছে বাংলাদেশ টেলিভিশন। বর্তমান সরকার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়নের জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এখন থেকে সিটিভির অনুষ্ঠান সম্প্রচারিত হবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত।
×