ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে টেস্ট দেখার আমন্ত্রণ জানাবে ভারত

প্রকাশিত: ০৮:০২, ২৬ ডিসেম্বর ২০১৬

শেখ হাসিনাকে টেস্ট দেখার আমন্ত্রণ জানাবে ভারত

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে তাদের ‘ঐতিহাসিক’ প্রথম টেস্ট খেলতে নামবে। ওই ম্যাচে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাতে যাচ্ছে ভারত। দিল্লীর সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র উদ্ধৃত করে ইন্টারনেটের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এই বার্তা পাঠানো হবে যে, হায়দরাবাদে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচটি দেখতে তিনি রাজি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যেভাবেই হোক সময় বের করে সেখানে যাবেন। দুজনে পাশাপাশি বসে কিছুটা সময়ের জন্য ম্যাচটি দেখবেন এবং এর মাধ্যমে রচিত হবে ক্রিকেট-কূটনীতির এক নতুন দিগন্ত। স্মর্তব্য ডিসেম্বরে শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হওয়ায় সাউথ ব্লক যে কিছুটা হলেও বিচলিত, তা গোপন নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী কারণে যাচ্ছেন না, তিস্তা চুক্তি নিয়ে তার মধ্যে কোনও সংশয় বা অস্বস্তি কাজ করছে কিনা, তা জানতে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবরকে তড়িঘড়ি ঢাকায় পাঠায় দিল্লী। তিনি দীর্ঘদিন ধরে ভারত সরকারের তরফে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রেখে চলেছেন। এমজে আকবর শেখ হাসিনার সঙ্গে দেখা করে ঢাকা থেকে ফেরার পরই হায়দরাবাদ টেস্টে তাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। ২০১৭ সালের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ভারতে তাদের প্রথম টেস্ট ম্যাচটি খেলবে। আর ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেট-কূটনীতি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বরফ গলানোর ভারতের চেষ্টা। আর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসে ‘ঐতিহাসিক’ টেস্ট ম্যাচটি দেখলে সেটা হবে বন্ধুপ্রতিম দুই প্রতিবেশীর সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে যাওয়া। অন্তত বিষয়টাকে এভাবেই দেখতে চাইছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকরা।
×