ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কার্গো ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন ॥ ব্রিটিশ বাণিজ্য দূতকে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:২৪, ২২ ডিসেম্বর ২০১৬

কার্গো ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন ॥ ব্রিটিশ বাণিজ্য দূতকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-লন্ডনের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসর। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী এমপিকে একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে রুশনারা আলী প্রধানমন্ত্রীকে জানান, ঢাকা থেকে লন্ডন সরাসরি কার্গো-ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয় নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা পায়রা বন্দরে রেললাইন নির্মাণে বাংলাদেশ রেলওয়ে ও একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে যুক্তরাজ্যের আরও বিনিয়োগ আহ্বান করেন। হাউস অব কমন্সে বাংলাদেশী বংশোদ্ভূত তিন এমপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশী তিন কন্যাকে দেখে তিনি গর্বিত।’ জাতির পিতার নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজোয়ানা সিদ্দিক, সিলেটের বিশ্বনাথের রুশনারা আলী এবং পাবনার ড. রুপা হক যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লাক বৈঠকে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার আহ্বান ॥ কূটনৈতিক রিপোর্টার জানান, ব্রেক্সিটের পরেও যুক্তরাজ্যের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঢাকা-লন্ডন সরাসরি কার্গো বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাজ্যকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দূত রুশনারা আলী এমপির এক বৈঠকে এসব আলোচনা হয়। ঢাকায় সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর দূত রুশনারা আলী এমপি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-লন্ডন সরাসরি কার্গো বিমান চলাচলের জন্য ব্রিটিশ সরকারের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আহ্বান জানান। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব্রেক্সিটের পরেও ইবিএ (অস্ত্রছাড়া সব কিছু) কর্মসূচীর আওতায় যুক্তরাজ্যের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যে বাংলাদেশ তৃতীয় বৃহত্তর রফতানিকারক দেশ। সে কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ভিত্তি খুবই শক্তিশালী। বাংলাদেশের সঙ্গে আরও কিভাবে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, সে বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য রুশনারা আলী এমপিকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ঢাকা-পায়রা বন্দর রেওলয়ে নির্মাণে যুক্তরাজ্যের কোম্পানি ডিপি রেল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রেলওয়ে ভবনে রুশনারা আলী এমপির উপস্থিতিতে ২৪০ কিলোমিটারব্যাপী এ রেললাইন নির্মাণে সমঝোতা স্মারক সই হয়। সরকারী-বেসরকারী অংশীদারিত্বের ভিত্তিতে এই বিনিয়োগকে পররাষ্ট্রমন্ত্রী ‘ব্রেক থ্রু’ হিসেবে মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দূত রুশনারা আলী আলোচনা করেন। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক দূত রুশনারা আলী এমপি রবিবার ঢাকায় এসেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক দূত হিসেবে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তিনি সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
×