ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ম্যাজিক ফোন!

প্রকাশিত: ০৫:৪১, ২১ ডিসেম্বর ২০১৬

ম্যাজিক ফোন!

প্রযুক্তি বিশ্বে জাপান বরাবরই চমক সৃষ্টিতে পারঙ্গম। এরই ধারাবাহিকতায় দেশটির প্যানাসনিক কোম্পানি এমন একটি মোবাইল তৈরি করেছে যেটি কয়েকটি ভাষা স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করতে পারে। আপাতত জাপানী ভাষা থেকে ইংরেজী, চাইনিজ ও কোরিয়ান ভাষায় রূপান্তর করতে পারে এই মোবাইল। এটির নাম দেয়া হয়েছে ম্যাজিক মেগাফোন। জাপানে পর্যটক আকর্ষণে এই মোবাইল তৈরি করা হয়েছে। খবরে বলা হয়েছে, যে কেউ এই ফোনের সামনে জাপানী ভাষায় নির্দেশনা দেয়ার পর এটি পর্যটক যে ভাষাভাষী সেই ভাষার শব্দ বা শব্দসমষ্টি হয়ে বের হবে। এটির শব্দ সুরেলা ও চিত্রাকর্ষক। এই মেগাফোনে সংক্রিয়ভাবে বিভিন্ন ভাষার অন্তত ৩শটি কমন বাগধারার উচ্চারণ লোড করা হয়েছে। এই বাগধারাগুলো সাধারণ জাপানী, ইংরেজী, চাইনিজ ও কোরিয়ান ভাষায় প্রায় কাছাকাছি অর্থ প্রকাশ করে। আর কোম্পানিটি প্রতিনিয়ত এই ম্যাজিক ফোনে নিত্যনতুন বাগধারা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বিভিন্ন যানবাহন চলাচলের জায়গা, পর্যটন কেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় এই ফোনের সাহায্যে দিকনির্দেশনা দেয়া হবে। পুলিশ ও চালকরা এই ফোনটি ব্যবহার করতে পারবে। ২০১৫ সাল থেকে এই ফোন তৈরির চেষ্টা চালায় প্যানাসনিক। কিন্তু মঙ্গলবার থেকে এটির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়েছে। আপাতত প্রতিটি ফোনের দাম ধরা হয়েছে ১৮৩ মার্কিন ডলার। - অডিটি সেন্ট্রাল
×