ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জে লোকালয়ে অর্ধশতাধিক ইটভাঁটি

প্রকাশিত: ০৪:১২, ২০ ডিসেম্বর ২০১৬

বদরগঞ্জে লোকালয়ে অর্ধশতাধিক ইটভাঁটি

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৮ ডিসেম্বর ॥ দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে একাধিক ইটভাঁটির ধুলাবালু ও নির্গত বিষাক্ত ধোঁয়ায় শিশু শিক্ষার্থীসহ সাধারণ মানুষ শ্বাসপ্রশ্বাসজনিত নানান রোগে ভুগছে। প্রভাবশালীরা লোকালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমির ওপর গড়ে তুলেছে অর্ধশতাধিক ইটভাঁটি। ভাঁটির মালিকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করলেও অধিকাংশ ইটভাঁটির পরিবেশ অধিদফতরের অনুমতিপত্র নেই। পরিবেশ অধিদফতরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ওই সব ইটভাঁটি স্থাপন করার কারণে এলাকাবাসী বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, সরকারের বেঁধে দেয়া নিয়মনীতিকে উপেক্ষা করে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঘাটাবিল এলাকায় কৃষিজমিতে ৬-৭ বছর আগে স্থাপন করা হয় ‘আরবিবি’ নামের ইটভাঁটি, যা ঘাটাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ঘেঁষে অবস্থিত। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ইটভাঁটি স্থাপন করা হয়। এদিকে প্রধান শিক্ষকের সুপারিশ ও ইউপি চেয়ারম্যানের অনুমতিপত্র পেয়ে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তদন্ত ছাড়াই পরিবেশগত ছাড়পত্র প্রদান করে পরিবেশ অধিদফতর, যার মাসুল দিতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার কৃষককে। কৃষকের মাঠের ফসল ধ্বংস হচ্ছে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও কৃষকের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। কিন্তু প্রভাবশালী ইটভাঁটি মালিকদের প্রভাবের কাছে সবাই অসহায়। ৫০ হাজার টাকার জন্য গৌতমকে খুন করা হয় স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পঞ্চাশ হাজার টাকা চাঁদা না পেয়ে কলেজছাত্র গৌতম সরকারকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার সাথে জড়িত আটক দুই ঘাতক শাহাদাত হোসেন ও নাজমুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সূত্র ধরে পুলিশ সুপার আলতাফ হোসেন সোমবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি মহাদেবনগর গ্রামের সাজু হোসেন সম্প্রতি বিয়ে করেছে সুড়িঘাটা গ্রামে। তার খুব টাকার প্রয়োজন। এজন্য সে তার প্রতিবেশি ইউপি সদস্য গণেশ সরকারকে টার্গেট করে। তিনি বলেন, আটক শাহাদাত ও নাজমুলকে সাজু হোসেন গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় টেলিফোনে ডেকে আনে। পরে তারা শলাপরামর্শ করে সদস্য গণেশ সরকারের একমাত্র ছেলে কলেজছাত্র গৌতমকে ফোনে ডেকে আনে। গৌতমের ফোন দিয়ে তার বাবার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায় শাহাদাত। এই টাকা না পেয়ে তারা গৌতমের হাত পা ও মুখ বেঁধে মুখে গুলের কৌটা ঢুকিয়ে দেয়। দুই আসামির জবানবন্দির ভিত্তিতে তিনি আরও বলেন, ওই রাতে ঘটনাস্থলে কয়েকজন লোককে আসতে দেখে তারা গৌতমকে সরিয়ে নেয়। এ সময় গৌতম গড়াতে গড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। পরে তার লাশের সাথে ইট বেঁধে পানিতে ডুবিয়ে দেয়া হয়। চারদিন পর তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমের চক্ষু চিকিৎসা ক্যাম্পে সোমবার দিনভর তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্তের তত্ত্বাবধানে দিনব্যাপী চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। কাউখালী কেন্দ্রীয় শ্রীগুরু সংঘের উদ্যোগে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রাজু বিশ্বাস রোগীদের সেবা প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যাম্প ব্যবস্থাপক মিজানুর রহমান। পুত্রকে পুলিশে দিলেন পিতা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নেশাখোর পুত্রকে গাঁজাসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন এক সচেতন পিতা। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার বসুন্ডা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের ফারুক মোল্লার পুত্র আরিফ মোল্লা বন্ধুদের পাল্লায় পড়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে আসছিল। পরিবারের সদস্যরা তাকে বাধা দিয়েও ফেরাতে পারেননি। এমনকি নেশার টাকার জন্য প্রায়ই সে তার পিতা-মাতাকে মারধর করত।
×