ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাতিল নোট থেকে বিদ্যুত

প্রকাশিত: ০৬:০৪, ১৫ ডিসেম্বর ২০১৬

বাতিল নোট থেকে বিদ্যুত

মাসখানেক কেটে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘোষণার। জঙ্গীবাদ আর কালো টাকা রুখতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি। সুতরাং ভারতের পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট নেহাতই এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়। এমনকি, যাদের কাছে প্রচুর বেহিসেবী অর্থ ছিল সেগুলো কেউ ভাসিয়ে দিয়েছে, কেউ ফেলে দিয়েছে নর্দমায়। কিন্তু, এই বাতিল নোটকে কাজে লাগিয়েছেন ওডিশার এক ব্যক্তি। তাঁর দাবি, এই পুরনো নোট থেকেই তিনি তৈরি করছেন বিদ্যুত। গণমাধ্যমের খবর অনুযায়ী ওডিশার নুয়াপাড়ার বাসিন্দা লাচমান দুন্দি। তিনি খারিয়ার এক কলেজের ছাত্র। তাঁর দাবি- এইসব নোটে উপস্থিত সিলিকন থেকে তিনি বিদ্যুত তৈরি করতে সক্ষম হয়েছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী এইসব নোটের সিলিকন যদি সূর্যের আলোয় বা অন্য কোন আলোয় রাখা হয় তাহলে সেই সিলিকন বিদ্যুত প্রস্তুত করতে সক্ষম। আর তার জন্য একটি সিলিকন প্লেট নোটের দু’দিকে লাগাতে হবে। ওই ছাত্র জানিয়েছেন, নোটের সঙ্গে ট্রান্সফর্মারের কানেকশন থাকতে হবে একটি ইলেকট্রিক তারের মাধ্যমে। যাতে ২২০ ভোল্ট বিদ্যুত উৎপন্ন হবে। যেটা পরবর্তীকালে ব্যবহার করা যাবে। যদি ওই বিদ্যুত ব্যাটারিতে সংরক্ষণ করা যায় তাহলে তা ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। কোটামাল গ্রামের ওই ছাত্র এলইডি বাল্ব বিক্রি করে দিন চালান। এমন অদ্ভুত ভাবনা এই প্রথম নয়। এর আগেও ওই ছাত্র দাবি করেছিলেন ইউরিন থেকেও তৈরি করা সম্ভব বিদ্যুত। -ডেকান ক্রনিকল অবলম্বনে।
×