ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রেমিটেন্স কমার জন্য হুন্ডি ব্যবসা দায়ী ॥ নুরুল ইসলাম

প্রকাশিত: ০৮:২৪, ৭ ডিসেম্বর ২০১৬

রেমিটেন্স কমার জন্য হুন্ডি ব্যবসা দায়ী ॥ নুরুল ইসলাম

সংসদ রিপোর্টার ॥ বৈদেশিক মুদ্রা থেকে রাজস্ব আয় কমে যাওয়ার পেছনে হুন্ডি ব্যবসাকে দায়ী করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, হুন্ডি ব্যবসা জমজমাট রূপ নিয়েছে। তবে হুন্ডি রোধে বিভিন্ন প্রকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি অচিরেই সুফলতা পাব। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের সংসদ সদস্য মনিরুল ইসলামের অপর সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মালয়েশিয়ায় ১০/২০ লাখ শ্রমিক পাঠানো হবে-এই সংখ্যাটা আসলে কোথা থেকে এলো তা আমি জানি না। মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্বাক্ষরটা এখনও উন্মুক্ত করা হয়নি। এই স্বাক্ষর উন্মুক্ত করা হলে আমাদের লোক যাওয়া শুরু হবে। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যেখানে বিশ্বের মাত্র ৯৭টি দেশে কর্মী প্রেরণ করা হতো। বর্তমান সরকারের আমলে নতুন আরও ৬৫টি দেশে কর্মী প্রেরণসহ বর্তমানে এই সংখ্যা ১৬২টি দেশে উন্নীত করতে সক্ষম হয়েছে। বিদেশে কিছু গৃহকর্মী নির্যাতনের শিকার হচ্ছে- শ্রম প্রতিমন্ত্রী ॥ দেশে বিপুল সংখ্যক জনগোষ্ঠী গৃহকর্মে নিয়োজিত রয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন জানান, প্রতিনিয়ত বিপুল সংখ্যক গৃহকর্মীর একাংশ নির্যাতনের শিকার হচ্ছে।
×