ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিন মাস পর কাজ শুরু

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট দেবে সরকার, নাম হবে বীর ভবন

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ নভেম্বর ২০১৬

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট দেবে সরকার, নাম হবে বীর ভবন

মশিউর রহমান খান ॥ দেশের সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ৯৮২ বর্গফুটের একটি করে ফ্ল্যাট দেবে সরকার। এসব ভবনে শুধুমাত্র মুক্তিযোদ্ধাগণ বসবাস করবেন বিধায় এই ভবনের নাম দেয়া হবে “বীর ভবন”। যেসব মুক্তিযোদ্ধার নিজের কোন ভূমি নেই, যাদের নামে আজ পর্যন্ত সরকার কোন খাস জমি বরাদ্দ দেয়নি কিংবা যারা আজ পর্যন্ত সাধারণ সুবিধার বাইরে বিশেষ কোন সরকারী সুবিধা গ্রহণ করেননি তাদের এসব ফ্ল্যাট বরাদ্দে অগ্রাধিকার দেয়া হবে। তবে এসব ফ্ল্যাট পেতে মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যগণ আবেদন করতে পরবেন না। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় শতকরা ৫ জন মুক্তিযোদ্ধাকে এসব ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। আগামী ৩ মাস পর এসব ফ্ল্যাট তৈরির কাজ শুরু করতে টেন্ডার আহ্বান করা সম্ভব হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। এসব ফ্ল্যাট তৈরি করতে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি চূড়ান্ত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করা হয়েছে। সঠিক নিয়মে এসব ফ্ল্যাট বিতরণ করার লক্ষ্যে প্রাপ্যদের নির্বাচন ও বরাদ্দে অনিয়ম ঠেকাতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একটি নীতিমালাও তৈরি করবে। এ নীতিমালার ভিত্তিতেই এসব ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৪১০টি উপজেলায় ২৫ একর করে খাসজমিতে ৮শ’টি পাঁচতলা ভবনে ফ্ল্যাটগুলো নির্মাণ করে দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সরকারী অর্থায়নে ২ হাজার ৪৭২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মেয়াদে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে। প্রতিটি ফ্ল্যাটে থাকবে দু’টি বেডরুম, দু’টি টয়লেট, বাসায় সহজে চলাচলের জন্য দু’টি করে ব্যালকনির পাশপাশি গোসলখানাসহ আধুনিক সকল সুযোগ সুবিধা। এছাড়া মুক্তিযোদ্ধা ভবনগুলোর চারপাশে আধুনিক নাগরিক সুবিধা থাকবে। প্রধান সড়কের সঙ্গে ভাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। আশপাশে থাকবে সকালে হাঁটার রাস্তা, সড়ক বাতি ও ফুলের বাগান। ফ্ল্যাট প্রাপ্যদের নির্বাচন ও বরাদ্দে অনিয়ম ঠেকাতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একটি নীতিমালাও তৈরি করেছে। যেসব মুক্তিযোদ্ধা অসম্মানজনক পেশায় নিয়োজিত এবং অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তাদের সবার আগে ফ্ল্যাট দেবে মন্ত্রণালয়। অসচ্ছল মুক্তিযোদ্ধা, যিনি রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা গ্রহণ করেননি, ফ্ল্যাট পাওয়ার ক্ষেত্রে তাদেরও সর্বোচ্চ বিবেচনা করবে মন্ত্রণালয়। অসচ্ছল মুক্তিযোদ্ধা, যার উপার্জনক্ষম কোন ছেলে নেই, তিনিও অগ্রাধিকার পাবেন। যিনি যুদ্ধাহত এবং বসত-ভিটায় কেবল কুঁড়েঘর তাকেও ফ্ল্যাট দেয়া হবে। বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্ত্রীদের ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রীরাও অগ্রাধিকার পাবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের নামে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে না বলে জানিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বর্তমানে প্রায় ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধাকে ভাতা দিয়ে থাকি। তাদের মধ্যে প্রতি ২০ জনে একজন একটি করে ফ্ল্যাট পাবেন। যারা আর্থিকভাবে অসচ্ছল, তারাই মূলত ফ্ল্যাটগুলো পাবেন। এজন্য ফ্ল্যাটের সংখ্যা আগেই নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট বরাদ্দ দেয়ার জন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। এসব ফ্ল্যাট বরাদ্দে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে সব উপজেলায় একটি করে কমিটি গঠন করা হবে। কমিটির অন্যান্য সদস্য হবেন স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধাদের একজন প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ডেপুটি কমান্ডার। এ কমিটি কতৃক যাছাই বাছাই শেষে তাদের সুপারিশের ভিত্তিতেই মুক্তিযোদ্ধারা ফ্ল্যাট বরাদ্দ পাবেন। এর বাইরে কেউ কোন ফ্ল্যাট বরাদ্দ পাবেন না। এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জনকণ্ঠকে বলেন, আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের স্বাবলম্বী করার অংশ হিসেবে তাদের চলমান আবাসন সঙ্কট দূর করতে সরকার মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে একটি করে ফ্ল্যাট প্রদান করবে। এ ভবনের নাম হবে “বীর ভবন”। সরকারের খাস জমিতে এসব ফ্ল্যাট তৈরি করবে। এজন্য ডিপিপি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সুনির্দিষ্ট নীতিমালার আওতায় উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে চূড়ান্ত যাছাই বাছাই শেষে আমরা এসব ফ্ল্যাট বিতরণ করব। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় শতকরা ৫ জন মুক্তিযোদ্ধাকে এসব ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। আশা করি আগামী ৩ মাস পর এসব ফ্ল্যাট তৈরির কাজ শুরু করতে টেন্ডার আহ্বান করা সম্ভব হবে।
×