ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইনের শাসন প্রতিষ্ঠায় বারের ভূমিকা গুরুত্বপূর্ণ ॥ বাসেত

প্রকাশিত: ০৮:৩০, ২০ নভেম্বর ২০১৬

আইনের শাসন প্রতিষ্ঠায় বারের ভূমিকা গুরুত্বপূর্ণ ॥ বাসেত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বলেছেন, সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব সুপ্রীমকোর্টের ওপর ন্যস্ত আর সেখানে বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্যায় ও অবিচার থেকে রক্ষা পেতে এবং অধিকার প্রতিষ্ঠার অন্যতম উপাদান হলো আইনের শাসন, তা নিশ্চিত হবে না যদি আইনজীবীরা ভূমিকা না রাখেন। তিনি বলেন, জনস্বার্থ মামলার মাধ্যমে বর্তমানে অনেক অসাধ্যকে সাধন করছে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। আইনজীবীরা এ ব্যাপারে আরও ভূমিকা রাখতে পারেন এবং মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবি-এর অর্জন প্রশংসনীয়। শনিবার সকালে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর উদ্যোগে সুপ্রীমকোর্ট বার অডিটরিয়ামে ‘মানবাধিকার ও পরিবেশ রক্ষায় প্রশাসনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট এ্যাডভোকেট মনজিল মোরসেদ। কয়েক শ’ আইনজীবী অনুষ্ঠানে যোগদান করেন। স্বাগত বক্তব্য রাখেন এইচআরপিবি সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, তাদের জনস্বার্থমূলক মামলাগুলোতে আদালতের রায়ে প্রমাণিত হয়েছে প্রশাসন তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালনে নিষ্ক্রিয় ছিল।
×