ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশন চায় ইইউ

প্রকাশিত: ০৭:৫৬, ১৮ নভেম্বর ২০১৬

গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশন চায় ইইউ

কূটনৈতিক সংবাদদাতা ॥ ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য প্রতিনিধিদলের প্রধান বারন্ড লাঙ্গা বাংলাদেশে একটি শক্তিশালী ও সক্ষম নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন নির্বাচন কমিশন প্রয়োজন, যার ওপর সাধারণ মানুষের আস্থা থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের ইইউ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এছাড়া বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সঙ্গেও সাক্ষাত করে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গুলশানের সংবাদ সম্মেলনে বারন্ড লাঙ্গা বলেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আমরা মনে করি, পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত হওয়া উচিত। আমরা বিভিন্ন জায়গা থেকে আশ্বস্ত হয়েছি, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে গঠন করা হবে। তবে নির্বাচন কমিশনে দক্ষ ও যোগ্য লোকদের দেখব বলে আশা করছি। তিনি বলেন, আমরা মনে করি, নিরাপত্তা ও সুষ্ঠু মত প্রকাশের স্বাধীনতার মধ্যে একটি ভারসাম্য থাকা উচিত। নিরাপত্তার নামে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা উচিত নয়। বাংলাদেশে আমরা মত প্রকাশের স্বাধীনতার অভাব দেখতে পাচ্ছি। আমরা এখানে সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুসরণ হচ্ছে কিনা তার ওপর নজর রাখছি। বারন্ড লাঙ্গা বলেন, স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। মধ্য আয়ের দেশে উপনীত হওয়ার পর বাংলাদেশকে ইইউ বাজারে সুবিধা নিতে জিএসপি প্লাসের আওতায় যেতে হবে। তবে এজন্য গণতান্ত্রিক অবস্থা, পরিবেশের মান ও লেবার স্ট্যান্ডার্ড থাকতে হবে। প্রতিনিধিদলের সদস্য জ্যঁ ল্যামবার্ট বলেন, এবারের সফরের মূল ফোকাস ছিল বাণিজ্য। বেশিরভাগ সময়ে এটি নিয়ে আলোচনা হয়েছে। অল্প সময় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, অবশ্যই আমরা একটি শক্তিশালী ও সক্ষম নির্বাচন কমিশনের প্রয়োজনের বিষয় আলোচনা করেছি। এ নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা থাকতে হবে। জ্যঁ ল্যামবার্ট বলেন, ইসির কাজ হচ্ছে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখা। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে এ বিষয়ে আমাদের বলা হয়েছে, আমরা একমত যে সামনের নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া উচিত। এটি নির্ভর করবে বিভিন্ন রাজনৈতিক দলেন নির্বাচনী প্রচারে অংশ নেয়ার সক্ষমতার ওপর। উল্লেখ্য, বারন্ড লাঙ্গার নেতৃত্বে সাত সদস্যের ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সদস্য গত ১৪ নবেম্বর ঢাকা আসেন। আজ শুক্রবার তাদের ফেরত যাবার কথা রয়েছে। ডেলিগেশন ফর কমিটি অন ইন্টারন্যাশনাল ট্রেডের (আইএনটিএ) পক্ষ থেকে তারা ঢাকা সফরে আসেন। দলের সদস্যরা হলেনÑ বারন্ড লাঙ্গা, আইএনটিএর চেয়ারম্যান, তিনি ইইউ পার্লামেন্টে ‘গ্রুপ অব দ্য প্রগেসিভ এ্যালায়েন্স অব সোশ্যালিস্ট ডেমোক্রেটসের’ এর প্রতিনিধিত্ব করেন; সাজ্জাদ করিম, সদস্য- আইএনটিএ, তিনি ইইউ পার্লামেন্টে ইউরোপীয়ান কনজারভেটিভস এ্যান্ড রিফরমিস্টস গ্রুপের প্রতিনিধি আনিএস ইউনগেরিউস, সদস্য- আইএনটিএ, তিনি ইইউ পার্লামেন্টে গ্রুপ অব দি প্রগেসিভ এ্যালায়েন্স অব সোশ্যালিস্ট ডেমোক্রেটসের প্রতিনিধিত্ব করেন; হান টাকুল্লা, সদস্য- আইএনটিএ, তিনি ইইউ পার্লামেন্টে গ্রুপ অব দ্য এ্যালায়েন্স অব লিবারেলস এ্যান্ড ডেমোক্রাটস ফর ইউরোপের প্রতিনিধিত্ব করেন; এডাম সিএনন্সফেন্ট, সদস্য- আইএনটিএ, তিনি ইইউ পার্লামেন্টে গ্রুপ অব দি ইউরোপীয়ান পিপলস পার্টির (খ্রিস্টিয়ান ডেমোক্রাটস) প্রতিনিধিত্ব করেন; বোলেস্লাভ পিএচা, তিনি ইইউ পার্লামেন্টে ইউরোপীয়ান কনজারভেটিভস এ্যান্ড রিফরমিস্টস গ্রুপের প্রতিনিধি; জ্যঁ ল্যামবার্ট, চেয়ারপার্সন, ডেলিগেশন ফর রিলেশনস উইথ দি কান্ট্রিস অব সাউথ এশিয়া, গ্রুপ অব দ্য গ্রীনস/ইউরোপিয়ান ফ্রি এ্যালায়েন্সের প্রতিনিধিত্ব করেন।
×