ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সাক্ষাতকার সম্পর্কে ফিলিস্তিন দূতাবাসের ব্যাখ্যা

প্রকাশিত: ০৫:৫৫, ৯ নভেম্বর ২০১৬

প্রকাশিত সাক্ষাতকার সম্পর্কে ফিলিস্তিন দূতাবাসের ব্যাখ্যা

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের শার্জ দ্য এ্যাফেয়ার্স ইউসুফ এস ওয়াই রামাদানের একটি বিশেষ সাক্ষাতকার গত ৭ নবেম্বর দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়। তবে তার দীর্ঘ সাক্ষাতকারে প্রকাশিত কয়েকটি তথ্যের সংশোধনী পাঠিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। এতে বলা হয়, সাক্ষাতকারে প্রকাশিত হয়েছে, ‘আমাদের শত্রু শুধু কয়েকজন ইহুদী নয়’। এখানে তিনি কোন ইহুদী উল্লেখ করেননি। তিনি বলেছেন, জায়নবাদী। সাক্ষাতকারে উল্লেখ করা হয়েছে এরপর আল-কায়দার জন্ম হয়। তিনি বলেছেন, যে ইসরাইলই আইএস প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেছে। এখানে আল-কায়েদার জন্মের কথা বলা হয়নি। সৌদি-ইরান সম্পর্কে তিনি বলেছেন, এখানে আমরা সৌদি-ইরান মধ্যকার মতপার্থ্যক্যের জন্য উভয়ের কাঊকে দোষারোপ করতে বসিনি। তবে যে বিষয়টি বলা জরুরী সেটা হলো, ইরানকে শুধু তার নিজ দেশের নাগরিকদের নিয়ে ভাবতে হবে, আশপাশের দেশগুলোর নাগরিকদের বিষয়ে হস্তক্ষেপ করা তার উচিত নয়, এমনকি তারা শিয়াপন্থী হলেও। এই শিয়া-সুন্নি বিভেদের পরিসমাপ্তি হওয়া দরকার, কারণ এতে ইসলামের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ফিলিস্তিনী প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সম্পর্কের বিষয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের কোন ধরনের কোন কথা উল্লেখ করা হয়নি। কারণ বঙ্গবন্ধু যখন বইটি লেখা শেষ করেন, সেই সময় পর্যন্ত এই দুই নেতার কখনও সাক্ষাত হয়নি। প্রতিবেদকের বক্তব্য ॥ ফিলিস্তিনের শার্জ দ্য এ্যাফেয়ার্স ইউসুফ এস ওয়াই রামাদান ‘জায়নবাদী’ বলেছেন। তবে জায়নবাদ ইহুদীদেরই একটি জাতীয়তাবাদী আন্দোলন। ইসরাইলকে ইহুদী আবাসভূমি গড়ে তোলাই জায়নবাদীদের লক্ষ্য। প্রকাশিত সাক্ষাতকারেও বলা হয়েছে, ইসরাইলই আইএস প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেছে। সৌদি-ইরান সম্পর্কের বিষয়ে প্রকাশিত সাক্ষাতকারেও বলা হয়েছে, তিনি সৌদি বা ইরান কাউকেই দোষারোপ করছেন না। তবে ইরানের বিষয়ে আরও বেশকিছু কথা বলেন, যেটা সাক্ষাতকার দীর্ঘ হওয়ায় সেটা যুক্ত করা হয়নি। সংশোধনীতে সেটাই যুক্ত করা হয়েছে। সাক্ষাতকারে তিনি বলেছেন, বঙ্গবন্ধু ও ইয়াসির আরাফাত উভয়ের মধ্যেই অনেক মিল ছিল। সেটা তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েই জেনেছেন।
×