ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে প্রতিমা ভাংচুর

জমি নিয়ে বিরোধ

প্রকাশিত: ০৬:৪৪, ৭ নভেম্বর ২০১৬

জমি নিয়ে বিরোধ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৬ নভেম্বর ॥ সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পোনাবালিয়া বাজারে সার্বজনীন কালীমাতার মন্দিরের কালীপ্রতিমা ভাংচুর করা হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস বাদী হয়ে রবিবার সদর থানায় মামলা দায়ের করেন। জানা যায়, পোনাবালিয়ার জমিদার চৌধুরী পরিবার ওই স্থানে কালীপূজার আয়োজন করে। তারা দেশ থেকে চলে যাওয়ার পূর্বে ওই স্থানের তিন শতাংশ জায়গা শ্রীশ্রী কালীমাতার নামে দেবোত্তর করে যায়। মন্দিরসংলগ্ন আফজাল হাওলাদার ক্রয়সূত্রে ওই জায়গার মালিক দাবি করে আসছে। এ নিয়ে এলাকায় সালিশ হয় এবং সালিশে তিন শতাংশের স্থলে দেড় শতাংশ জায়গা মন্দিরের জায়গা হিসেবে রায় দেয়া হয়। আফজাল হাওলাদার রোয়েদাদ মেনে সেখানে নিজ হাতে পিলার বসায়। সাত দিন পূর্বে রোয়েদাদ অমান্য করে আফজাল হাওলাদার মন্দিরের চারপাশে দেয়া পিলার তুলে ফেলে। জমিজমার বিরোধের জের ধরেই প্রতিমা ভাংচুর হয়েছে। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, শনিবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা কু-ুবাড়ি কালীমন্দিরের দুটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথা কেটে নিয়ে যায়। রবিবারে ফুলকোচা কু-ু বাড়ি কালীমন্দিরের সাধারণ সম্পাদক প্রভাষ কু-ু জানান, দীর্ঘদিন সম্প্রীতির সঙ্গে এ এলাকায় বসবাস করলেও চলমান ঘটনা নিয়ে তারা শঙ্কিত।
×