ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সংবর্ধনায় ড. রাজ্জাক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরহস্তে দমন করা হবে

প্রকাশিত: ০৬:০৬, ৬ নভেম্বর ২০১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরহস্তে দমন করা হবে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ নবেম্বর ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না। বিএনপি-জামায়াত চক্র জ্বালাও-পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র শুরু করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশে সকল মানুষের সকল সম্প্রদায়ের। এই বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোন স্থান হবে না। তিনি শনিবার বিকেলে মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত টাঙ্গাইলের মধুপুর উপজেলার রানী ভবানী স্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের দায়িত্ব হবে সকল দলকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। এজন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরতে হবে। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা বসে নেই, সেদিকেও সজাগ থাকতে হবে। মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ এছাড়া বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×