ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাঁচ শতাধিক শ্রমিককে আসামি করে মামলা

আন্দোলন ঠেকাতে

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ অক্টোবর ২০১৬

আন্দোলন ঠেকাতে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রমিক ছাঁটাইয়ের জের ধরে আন্দোলনের মুখে রবিবার কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরে আন্দোলন ঠেকাতে কর্তৃপক্ষ পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ও শ্রমিকরা জানান, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড কারখানার শ্রমিক হেলাল উদ্দিনকে গত মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ কোন কারণ ছাড়াই ছাঁটাই করে। ছাঁটাইয়ের বিষয়টি কারখানার সাত সহ¯্রাধিক শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা গত বুধবার সকাল থেকে শান্তিপুর্ণভাবে কর্মবিরতি কর্মসূচী পালন করে। এতে কারখানা কর্র্তৃপক্ষ সাড়া দেয়নি। পরে শ্রমিকরা হেলালকে পুনর্বহাল না করা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দিয়ে বৃহস্পতিবার একইভাবে কর্মসূচী পালন করে। বৃস্পতিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আন্দোলনের মুখে দুদিনের ছুটি ঘোষণা করে। এতে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। দুইদিন ছুটির পর শনিবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করে এবং হেলালকে কারখানায় পুনর্র্র্বহাল না করায় আবারো কর্মবিরতি শুরু করে শ্রমিকরা । শ্রমিকরা অভিযোগ করে, কারখানার ভেতর আটকে রেখে কয়েক শ্রমিককে কারখানার ভাড়াটে সন্ত্রাসীরা মারধর করে এবং কাজে যোগদান করানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে হেলালকে পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়ে কারখানা ছুটি দিলে শ্রমিকরা কর্মবিরতি তুলে নিয়ে বাসায় ফিরে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ শনিবার রাতে পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করে। এবং রবিবার ভোরে কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস টানিয়ে দেয়। গাজীপুর শিল্প পুলিশ-২এর ওসি শহীদ উল্লাহ জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×