ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথে শুরু উদীচীর ঢাকা মহানগর সম্মেলন

প্রকাশিত: ০৮:৩৫, ২২ অক্টোবর ২০১৬

প্রাণ-প্রকৃতি রক্ষার শপথে শুরু উদীচীর ঢাকা মহানগর সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ প্রাণ-প্রকৃতি রক্ষার শপথে বর্ণিল আয়োজনে শুরু হলো উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের একাদশ সম্মেলন। ‘আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, প্রাণ-প্রকৃতি রক্ষায় বিশ্বমানব লড়বে’ সেøাগানে শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। উদ্বোধনীতে অতিথি ছিলেন শিক্ষাবিদ কাজী মদিনা, উপদেষ্টা আকতার হুসেন, লোকসঙ্গীত শিল্পী সাইদুর রহমান বয়াতী, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিম-লীর সদস্য ডাঃ লেনিন চৌধুরী, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। উদ্বোধনীতে ‘আমরা এসেছি আদি গাঙচিল পালকে সমুদ্দুর’ শিরোনামের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন উদীচী ঢাকা মহানগরের শিল্পীরা। উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এর পর শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এ পর্বের শুরুতে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে সম্মাননা প্রদান করা হয়।
×