ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অনিশ্চয়তা দূর হলো আইরিনের

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ অক্টোবর ২০১৬

অনিশ্চয়তা দূর হলো আইরিনের

স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ অর্থাভাবে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী হতদরিদ্র ছাত্রী আইরিন আক্তারের অনিশ্চয়তা দূর হয়েছে। জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার পৃথকভাবে সহায়তা দেয়া হয়েছে তাকে। এখন নির্ধারিত সময়ে আইরিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে। আইরিনের মেডিক্যাল কলেজে ভর্তির ক্রান্তিকাল অতিক্রম করলেও অধ্যয়নকালে বিভিন্ন সুযোগ তৈরির আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক জাকীর হোসেন। মঙ্গলবার সকালে আইরিনের হাতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জাকীর হোসেন, ৭ হাজার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবিব ১০ হাজার, পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার জাকির হোসেন খান ১৫ হাজার ও নেত্রকোনা জেলার আইনজীবী মাসুদ রানা ২০ হাজার টাকা তুলে দেন। এর আগে জেলার সৈয়দপুর উপজেলা পরিষদের উদ্যোগে ১৫ হাজার টাকা প্রদান করেন ইউএনও আবু মুসা সালেহ জঙ্গী। মেধাবী আইরিন জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর মিস্ত্রিপাড়া গ্রামের ইউনুস আলী ও মা বেলী বেগমের মেয়ে। গোলাগুলি ॥ ডাকাত সর্দার নিহত নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ অক্টোবর ॥ রামগতিতে ডাকাত মজনু বাহিনীর সঙ্গে ফকির বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দার মজনু (৩৫) নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে তিনটার দিকে রামগতি উপজেলার চররমিজের চরআফজল গ্রামে আজাদ মেমোরিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু এর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জাহাঙ্গীর ডাকাতের ছেলে। পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে চরআফজাল গ্রামে গোলাগুলি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ওই এলাকার একটি কবরস্থানে ডাকাত মজনুর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। দাসিয়ারছড়ার ৯২৬ জনকে ভাতা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ৬৮ বছর পর নাগরিকত্ব পেয়ে জীবন সায়াহ্নে এসে সরকারী অনুদানের টাকা পেলেন বিলুপ্ত দাসিয়ার ছড়ার ছিটমহলের ৯২৬ জন নারী পুরুষ। মঙ্গলবার উপজেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বিশেষ বরাদ্দ হিসাবে এসব টাকা প্রদান করা হয়। এর মধ্যে ৬০০ জন বয়স্ক, ২৭৫ জন বিধবা ও ৫১ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতায় অন্তর্ভুক্ত করে টাকা দেয়া হয়। বিধবা ও বয়স্ক ভাতাধারী প্রত্যেককে ৪ চার হাজার ৮শ টাকা, প্রতিবন্ধী প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেয়া হয়। ইঁদুর নিধন অভিযান নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা ১৮ অক্টোবর ॥ মোহনগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম নাফিস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার প্রমুখ।
×