ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাতির হাতে নানি খুন ॥ চার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১০, ৮ অক্টোবর ২০১৬

নাতির হাতে নানি খুন ॥ চার লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ রংপুরে নাতির হাতে খুন হয়েছে নানি। এছাড়া উদ্ধার করা হয়েছে গৃহবধূর লাশ। এছাড়া রূপগঞ্জ, লৌহজং ও সীতাকু-ে উদ্ধার হয়েছে তিন লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : রংপুর ॥ পীরগঞ্জে নাতির হাতে নানি খুন হয়েছে। অপরদিকে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পৃথক এ দুটি ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের করিম লক্ষ্মীপুর গ্রামের আম্বিয়া খাতুনকে (৬০) নাতি রাশেদুল ইসলাম পিটিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাশেদুল নানির কাছে নেশা করার টাকা চায়। নানি টাকা দিতে অস্বীকার করায় রাশেদুল তাকে বেদম প্রহার করে। এতে ঘটনাস্থলে আম্বিয়া বেগম মারা যান। এলাকাবাসী ঘাতক রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপরদিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে নাসিমা বেগমের (২০) লাশ বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করা হয়। আড়াই মাস আগে রামনাথপুর ইউনিয়নের খেদমতপুর গ্রামের স্বাধীনের সঙ্গে তার বিয়ে হয়। ১০ দিন আগে নাসিমা বাবার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাসিমা পাশের বাড়িতে যাওয়ার কথা বলে টর্চলাইট হাতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুকুরের ২শ’ গজ দূরে নাসিমার হাতের টর্চলাইট এবং এর অল্প দূরে নাসিমার পায়ের স্যান্ডেল পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা, নাসিমাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়। রূপগঞ্জ ॥ দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকার শীতলক্ষ্যা নদী থেকে গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি পুরুষ না নারীর তা বোঝা যাচ্ছে না। মুন্সীগঞ্জ ॥ নিখোঁজের ১৮ দিন পর শুক্রবার লৌহজংয়ের বেজগাঁওয়ের পদ্মা নদী থেকে মাদ্রাসাছাত্র রাশেদের (১৯) লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। এর পূর্বে গত ১৯ সেপ্টেম্বর লৌহজং থানার পাশে মসজিদসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা ঢাকার শান্তিনগর এলাকার শিক্ষার্থী রাশেদ। জানা যায়, তার বাড়ি মুন্সীগঞ্জের বাংলাবাজার এলাকায়। সীতাকু- (চট্টগ্রাম) ॥ ফাঁসিতে ঝুলে হরিপদ জলদাশের (৩২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদামবিবিরহাটের সোনারগাঁ জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। সে জেলেপাড়ার হরিলাল জলদাশের ছেলে। জানা যায়, রাতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিজ ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে হরিপদ। সকালে তার দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। ঘরের দরজা ভেঙ্গে ভেতরে তার নিথর দেহ ঝুলে থাকতে দেখে।
×