ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন গুতেরেস

প্রকাশিত: ০৮:৩৯, ৭ অক্টোবর ২০১৬

বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন গুতেরেস

জনকণ্ঠ ডেস্ক ॥ পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তেনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবাই ৬৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সাবেক প্রধানকে সমর্থন জানান। এ বছরের শেষদিকে বান কি মুনের মেয়াদ শেষ হলে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন আনুষ্ঠানিক ভোটের ঘোষণা দিয়ে বলেন, ‘তিনি হচ্ছেন উঁচুমাপের রাজনীতিক, তিনি ছিলেন তাঁর দেশের প্রধানমন্ত্রী। তিনি সবার সঙ্গেই কথা বলেন, সবার কথাই শোনেন।’ খবর ভয়েস অব আমেরিকার। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর এ নিযুক্তি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোটগ্রহণের পর প্রবীণ এ রাজনীতিক ও কূটনীতিক তাঁর প্রার্থিতার সমর্থনে ১৩ ভোট পান। কেউ-ই আপত্তি করেনি এবং দুটি ভোটে কোন মন্তব্য ব্যক্ত করা হয়নি। নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে জাতিসংঘে রাশিয়ার দূত ভিতালি চুরকিন ঘোষণা করেন, আমাদের সামনে পরিষ্কারভাবে একজন রয়েছেন যাকে বেছে নেয়া হয়েছে এবং তিনি হচ্ছেন আন্তেনিও গুতেরেস। অপ্রত্যাশিতভাবেই তাঁর মাইক্রোফোনের কাছে ওই পরিষদের অন্য দূতরাও ভিড় জমান।
×