ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গুগলের বিরুদ্ধে ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৩, ৩ অক্টোবর ২০১৬

গুগলের বিরুদ্ধে ট্রাম্প

গুগলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় এই প্রার্থী একের পর এক বিতর্ক সৃষ্টি করে ইতোমধ্যেই সবার মনোযোগ আকর্ষণ করেন। তারই সর্বশেষ ধারাবাহিকতা ইন্টারনেট সার্চ জায়ান্টের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। নিউইয়র্কের ধনকুবের ও সাবেক রিয়্যালিটি শো উপস্থাপক ট্রাম্প বলেছেন, গুগল হিলারি ক্লিনটনের নেতিবাচক খবরগুলো চেপে যাচ্ছে। তিনি বলেন, হিলারি সারাদেশে জনমত সমীক্ষায় ২ শতাংশে এগিয়ে আছেন গুগলে এটি দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশ্ন রাখেন, এটি কি করে সম্ভব? ট্রাম্পের প্রচার টিম এই সম্পর্কিত ভিডিও ইউটিউবে পোস্ট করেছে। উল্লেখ্য, হিলারি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ। তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। -দ্য ভার্জ
×