ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মিরপুরে ১৩০ জিম্মি উদ্ধার ॥ গ্রেফতার ৯

প্রকাশিত: ০২:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মিরপুরে ১৩০ জিম্মি উদ্ধার ॥ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে চাকরি দেয়ার নামে জিম্মি করে রাখা ১৩০ জনকে উদ্ধার করেছে র্যাজপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ সময় ৯ মানবপাচারীকে প্রতারককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মিরপুর ১০ এর সেকশন ৬ এসএ পরিবহনের গলির ৩৭ নম্বর আমেনা প্লাজার ৪র্থ তলা থেকে তাদের আটক করে র্যাফব-২। র্যা ব জানান, গ্রেফতারকৃতরা মিরপুরের ভিক্টোরিয়া ক্রোকারিজ (বিডি) লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এ ব্যাপারে র্যা ব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে দীর্ঘদিন থেকে তদন্ত শুরু হয়। এরপর গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়। পরে গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার বিকেলে মিরপুর ১০ নম্বর সেকশনের আমেনা প্লাজার অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ওই ৯ মানবপাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ১৩০ চাকরি প্রত্যাশী জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন জানান, মানবপাচারকারী সিন্ডিকেটের মূল হোতা হযরত আলী। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে জনসাধারণকে মিথ্যে প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিদেশে পাচার করত বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেননি তিনি।
×