ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউকে-বাংলা চেয়ারম্যানের জামিন

প্রকাশিত: ০৮:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৬

ইউকে-বাংলা চেয়ারম্যানের জামিন

স্টাফ রিপোর্টার ॥ বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে দুই কোটি টাকা জমা দেয়ার শর্তে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই সময়ের পরে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ করার দিনই প্রথম কিস্তির দুই কোটি টাকা পরিশোধ করতে হবে বলেও জানায় আদালত। সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
×