ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৫ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার ১৩ গ্রামে অভিযান চালিয়ে তিতাস গ্যাসের ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার শেখেরচর, ফুলতলা, বালুসাইরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এ সময় প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য পুরো এলাকা ঘিরে রাখে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নরসিংদী অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেট ভারি করে আসছিল কতিপয় প্রভাবশালীর সহযোগিতায় দালাল চক্র। ঝুলন্ত ব্রিজ পানির নিচে ॥ প্রবেশ নিষিদ্ধ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৫ সেপ্টেম্বর ॥ দেশ-বিদেশের পর্যটকদের আর্কষণীয় রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই হ্রদের পানির নিচে তলিয়ে গেছে। পর্যটন মৌসুমের শুরুতে ঝুলন্ত ব্রিজটি ৩ ফুট পানির নিচে তালিয়ে যাওয়ায় পর্যটন কর্তৃপক্ষ ব্রিজে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা করে পর্যটন কর্তৃপক্ষকে লোকসান গুনতে হচ্ছে। এ ব্যাপারে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ম্যানেজারের কাছে জানতে চাওয়া হলে তিনি পানি উঠার কারণে ব্রিজের ওপর দিয়ে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় সাময়িকভাবে ঝুলন্ত ব্রিজ বন্ধ রেখেছে বলে জানান। ঝুলন্ত ব্রিজ বন্ধ থাকায় রাঙ্গামাটিতে পর্যটকদের আগমন কমে গেছে। উদ্বোধনের অপেক্ষায় বিছনাকান্দির নৌ-বিমান স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দির প্রবাহমান নদীতে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আনোয়ার হোসেন নমুনা বিমান। বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের মধ্যে আরও আনন্দ বাড়িয়ে দিতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বেড়িবিল গ্রামের আনোয়ার হোসেন দীর্ঘদিন সাধনা করে নির্মাণ করেছেন একটি অবিকল বিমান। দেখলে মনে হবে যেন বাংলাদেশ বিমান পিয়াইনের জলে অবস্থান করছে যাত্রীদের উঠানামার জন্য। বাস্তবে পৌঁছলে দেখা যায়, বিমানের আদলে শিল্পীরা বিভিন্ন কারুকার্য দিয়ে তৈরি করেছেন এ বিশেষ নৌযান। নৌযানের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জানান, দীর্ঘ ৯ মাস সাধনা করে ১০ মিস্ত্রী এ নৌযানের কাজ সমাপ্ত করে। স্টিলের তৈরি এ নৌযানের ধারণক্ষমতা প্রায় ৪০০ জন। ধারণক্ষমতা বেশি থাকলেও পর্যটকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে এখানে আসন রাখা হয়েছে মাত্র ২৩ জনের। এ নৌযানটিতে ভিআইপি গাড়ির আসনের মতো দু’পাশে রয়েছে দুটি করে আসন। মধ্য দিয়ে ৩ জন একসঙ্গে চলাচলের ব্যবস্থা রয়েছে। এছাড়া শৌচাগারের সুব্যবস্থাসহ জামা-কাপড় পরিবর্তনের ব্যবস্থা বিদ্যমান। তিনি এ যানটি চলাচলে সকলের সহযোগিতা কামনা করেছেন। ২৯ মামলার আসামি শিবির নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের সীতাকু-ে পুলিশ ২৯ মামলার আসামি শিবির নেতা নূর উদ্দিনকে (৩০) (প্রকাশ হাতি নূর উদ্দিন) দেশীয় এলজিসহ আটক করেছে। শনিবার রাতে পৌর সদর ইয়াকুবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পৌর সদরের মধ্যম ইয়াকুবনগরের মৃত জাকির হোসেনের পুত্র। জানা যায়, নূর উদ্দিনের নামে সীতাকু- থানায় বিগত দিনে ও বর্তমানে গাড়ি ভাংচুর, গাড়িতে আগুন, খুন, ডাকাতি ও নাশকতাসহ ২৯টি মামলা রয়েছে। অটোবাইক চালকদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ সেপ্টেম্বর ॥ গাইবান্ধা পৌর এলাকায় চলাচল করা অটোবাইকচালকরা বেপরোয়া চাদাবাজি বন্ধসহ নানা অনিয়মের প্রতিবাদে রবিবার জেলা শহরের শাপলা মিল চত্বর এলাকায় একত্রিত হয়ে গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। চালকদের পক্ষ থেকে অভিযোগে জানানো হয়, শহরে টোলের নামে মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনকে প্রতিনিয়ত চাঁদা দিতে হয়, যা ব্যাপক আকার ধারণ করেছে। এছাড়া রাতে শহরে পুলিশের ডিউটিতে অটোবাইক ব্যবহার করে ভাড়া পরিশোধ করা হয় না। সাত দিনের মধ্যে নির্দিষ্ট নিয়ম-কানুনের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা না হলে তারা আন্দোলনে যাওয়ার আল্টিমেটাম দেন। পরে অটোবাইক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন বলেন, পৌর এলাকায় অটোবাইক চলাচলের জন্য নির্ধারিতসংখ্যক অটোবাইকচালককে লাইসেন্স প্রদান করা হয়েছে। যারা নিয়মমাফিক লাইসেন্সভুক্ত নয় তারাই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। প্রকৃতপক্ষে নিয়মানুসারেই পৌর টোল আদায় করা হচ্ছে। অবৈধ টোল বা চাঁদাবাজির কোন সুযোগ নেই। দুই ভাই হত্যা মামলার ৩ আসামি আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৫ সেপ্টেম্বর ॥ সিংড়ায় সাবেক ইউপি সদস্য মোজাফর হোসেন মোজাই এবং হাসেন আলী নামে চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার ভোরে সিংড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলোÑ বগুড়ার শাহজাহানপুর এলাকার আকবর আলীর ছেলে শামিম ফকির ওরফে ভাগ্নে শামিম (৩১), সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জায়েদ আলীর ছেলে শাহাদত সরকার ওরফে ভুট্টু (৩৯) এবং বড়গ্রাম এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রুহুল আমীন (৪৫)। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, র‌্যাব-৫-এর একটি দল রবিবার ভোরে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকা থেকে শামীম ফকির ওরফে ভাগ্নে শামীম, শাহাদত হোসেন ভুট্টু ও রুহুল আমিনকে আটক করে। এর মধ্যে ভাগ্নে শামীম ও ভুট্টু সরসরি দুই ভাইকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার দুপুরে আটককৃতদের নাটোর র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় শামীম ফকির ওরফে ভাগ্নে শামীম হত্যাকা-ের পুরো ঘটনা বর্ণনা করে। মুক্তিপণের বিনিময়ে ৮ জেলে উদ্ধার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাত লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে এসেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত আট জেলে। শনিবার সন্ধ্যার পর তারা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরে আসে। এর আগে গত সোমবার রাতে সুন্দরবনের কাঠেশ্বর ও সাপখালী খাল এলাকা থেকে তাদেরকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু নোয়া বাহিনীর সদস্যরা। ফেরত জেলেরা হলেনÑ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের শাহাদাৎ হোসেন, আব্দুল, সামছুর, সোরা গ্রামের আমজাদ, জহুরুল, ওয়েজকুরুনী, খোলপেটুয়া গ্রামের মুরশিদ ও নাপিতখালীর আব্দুল জলিল। সাতক্ষীরায় এমপিপুত্র তিন দিনের রিমান্ডে স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দুটি চাঁদাবাজি মামলায় সাতক্ষীরার বহুল আলোচিত এমপি পুত্র রাশেদ সারোয়ার রুমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালত। রুমন সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সাংসদ রিফাত আমিনের পুত্র। রবিবার দুপুরে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুল্লাহ বাহারের আদালতে পুলিশ রুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক রিমান্ড শুনানি শেষে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে দুই দিন জেল গেটে এবং এক দিন সাতক্ষীরা সদর থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে। এর আগে গত রবিবার যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেফতার করে পুলিশ। বিএসএফের হাতে আটক শিবির নেতা ফেরত নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৫ সেপ্টেম্বর ॥ ভারতে পালিয়ে বিএসএফের হাতে আটক হয়েছে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামান। পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাত ১১টায় পাটগ্রাম পুলিশের কাছে তাকে সোপর্দ করে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা যায়, কামরুজ্জামানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতা, বোমাবাজি, অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ভারতে পালিয়েছিল। শনিবার সন্ধ্যায় ভারত হতে নিজ বাড়িতে আসে। বিষয়টি এলাকাবাসী জানতে পারে। তারা পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুনরায় রাতে ভারতে পালিয়ে যায়। কিন্তু এবার বিধিবাম। শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী সীমান্তের ৮৪৫ পিলারের কাছ দিয়ে পালানোর সময় ভারতীয় বামডোরা ৩৫ বিএসফের টহল দলের হাতে আটক হয়। অটোরিক্সা সংগ্রাম পরিষদের প্রতীকী অনশন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ সেপ্টেম্বর ॥ রংপুরে অবৈধ চাঁদা আদায় বন্ধসহ ১১ দফা দাবিতে প্রতীকী অনশন করেছে ব্যাটারিচালিত অটোরিক্সা সংগ্রাম পরিষদ। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহানগরীর কাচারিবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়। অনশনে বক্তারা অভিযোগ করেন, রংপুর শহরের বিভিন্ন পয়েন্টে দালালের মাধ্যমে অটোরিক্সা চালকদের কাছ থেকে সিটি কর্পোরেশনের রশিদ দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। চাঁদা না দেয়া হলে চালকদের মারধর ও অটোরিক্সা ভাংচুর করহয়। অবিলম্বে ১১ দফা দাবি মেনে নেয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেয়া হয়।
×