ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউনেস্কোর উদ্বেগের জবাব দেবে পরিবেশ অধিদফতর ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

ইউনেস্কোর উদ্বেগের জবাব দেবে পরিবেশ অধিদফতর ॥ প্রতিমন্ত্রী

বিডিনিউজ ॥ সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নিয়ে ইউনেস্কো যে উদ্বেগ জানিয়েছে, পরিবেশ অধিদফতর তার জবাব দেবে বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিষয়টি নিয়ে শনিবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলার পর বিকেলে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘ইউনেস্কো যে উদ্বেগ জানিয়েছে তার জবাব দেবে পরিবেশ অধিদফতর।’ এ প্রকল্প বাতিল করা হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, তার কাছে এরকম কোন সিদ্ধান্ত নেই। এর আগে সকালে বিদ্যুত ভবনে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাবের পরিবেশগত প্রভাবের এক সমীক্ষা উপস্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছিলেন, ইউনেস্কোর প্রতিবেদন তারা আগেই পেয়েছেন।
×