ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডাক্তারকে হয়রানি ॥ শ্যামনগর থানার ওসি ক্লোজড

প্রকাশিত: ০৪:১৩, ২০ সেপ্টেম্বর ২০১৬

ডাক্তারকে হয়রানি ॥ শ্যামনগর থানার ওসি ক্লোজড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে ক্লোজ করা হয়েছে। রবিবার রাতে সরকারের এক আদেশে তাকে সাতক্ষীরা পুলিশ লাইনসে ক্লোজ করা হয়। পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সরকারের আদেশে তাকে ক্লোজ করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে একই থানার ওসি (তদন্ত) মহসীন আলীকে। এনামুল হক ওসি হিসেবে শ্যামনগর থানায় যোগদান করেন গত বছরের ১২ মার্চ। এরপর থেকে নানা ঘটনায় তিনি আলোচিত হয়ে ওঠেন। গত ১১ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শম্পা রানীকে আটক করে ছবিতে পোজ দিতে বাধ্য করা এবং থানায় নিয়ে যাওয়ারও প্রতিবাদ জানায় বিএমএ। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা বিভাগীয় শাখা এবং সাতক্ষীরা জেলা বিএমএ ডাঃ শম্পাকে উদ্দেশ্যমূলকভাবে আটকের নিন্দা জানিয়ে রবিরার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ওসির অপসারণ দাবি করার পরই ওসি এনামুল হককে ক্লোজ করার নির্দেশ দেয়া হয়। বাড়তি ভাড়া আদায়ের দায়ে জরিমানা ফেসবুকে অভিযোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ফেসবুকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী এবং মুহাম্মদ শাহরিয়ার মুক্তার নেতৃত্বে বাগেরহাট বাসস্ট্যান্ড, ফকিরহাট বাসস্ট্যান্ড ও কাটাখালীতে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ঈদে ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বিভিন্ন পরিবহন থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, ঈদপরবর্তী সময়ে বাগেরহাট থেকে দেশের বিভিন্ন জায়গার ছেড়ে যাওয়া যানবাহনে অতিরিক্ত যাত্রীবোঝাইসহ টিকেটের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জেলা প্রশাসন বাগেরহাটের ফেসবুক পেজে সালাম মৃধা নামে এক ব্যক্তি একটি অভিযোগ করেন।
×