ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দারিদ্র্যমুক্ত করতেই খাদ্য নিরাপত্তা কর্মসূচী ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৬

দারিদ্র্যমুক্ত করতেই খাদ্য নিরাপত্তা কর্মসূচী ॥ কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্যই সরকার দেশকে দারিদ্র্যমুক্ত করতে দেশের হতদরিদ্রদের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচী চালু করেছে। ওই কর্মসূচীর আওতায় সারাদেশে ৫০ লাখ লোককে পাঁচ মাসব্যাপী ১০ টাকা কেজি মূল্যে প্রতি মাসে মাথাপিছু ৩০ কেজি চাল বিতরণের কাজ শুরু হয়েছে। এতে শেরপুর জেলার ৬৬ হাজার ১৪৫ হতদরিদ্র সুবিধা পাবেন। তিনি বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকালে ওই কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বিনামূল্যে ৩২ কোটি বই বিতরণ করেছে। তিনি বই ও শিক্ষার মর্যাদা বোঝেন বলেই বিনামূল্যে বই বিতরণ করেন। আর বেগম খালেদা জিয়ার লেখাপড়া কতটুকু এবং কী পড়েছেন তা আল্লাহই ভাল জানেন। তার ছেলেরাও পড়াশোনা করেন নাই। তাই তিনি বইয়ের মর্যাদা বোঝেন না। কৃষিমন্ত্রী সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরকালে বিএনপিপ্রধান খালেদা জিয়ার সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিএনপি তার কাছে গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নালিশ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। বরং তিনি তার টুইটারে শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথাই বলেছেন। ভিজিএফ চাল বিতরণকালে কৃষিমন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
×