ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ইতিহাসবিদ মুনতাসীর মামুন সংবর্ধিত

প্রকাশিত: ০৭:২৫, ৪ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামে ইতিহাসবিদ মুনতাসীর মামুন সংবর্ধিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুনতাসীর মামুন কখনও অনৈতিক কর্তৃত্বকে মাথাচাড়া দিয়ে উঠতে দেননি। যখনই কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছে তখনই তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন। তিনি গণতান্ত্রিক সরকার, সিভিল সরকারের জন্য সংগ্রাম করেছেন। তিনি সামরিক বাহিনীকে তোয়াক্কা করেননি। গণতান্ত্রিক সমাজে সামরিক বাহিনীর হস্তক্ষেপের সমালোচনা করেছেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে হাটখোলার আয়োজনে মুনতাসীর মামুনকে সম্মাননা এবং আসাদ মান্নানের একক আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, মুনতাসীর মামুনের লেখায় শুধু ইতিহাস রচনা হয়নি। তাঁর লেখায় ঐতিহাসিক বাস্তবতা রয়েছে। তাঁর লেখা বইয়ে সমাজতত্ত্ব, রাজনীতি বিজ্ঞান, অর্থনীতি সবই উঠে এসেছে। দেশের প্রকৃত ইতিহাস বুঝতে হলে মুনতাসীর মামুনের লেখা পড়তে হবে। মুনতাসীর মামুন আর বাংলাদেশ একাকার হয়ে গেছেন। বাংলাদেশকে জানতে হলে মুনতাসীর মামুনকে জানতে হবে। মুনতাসীর মামুন শুধু ইতিহাসবিদ নন, তিনি একজন দার্শনিক, ভবিষ্যত দষ্ট্রা। তারা বলেন, তাঁর হাতে একটা অদৃশ্য চাবুক আছে, সেটি হলো তার লেখনি। অনেকে তটস্থ থাকেন কখন মুনতাসীর মামুন তাদের উপর তার চাবুক (লেখনি) চালান। ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সেকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ, কবি ও সাংবাদিক আবুল মোমেন ও কবি আসাদ মান্নান। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটখোলার কো-অর্ডিনেটর কবি ইউসুফ মোহাম্মদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন আমেনা রহমান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়েছে ফোবানা সম্মেলনে গণপূর্তমন্ত্রী এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় এই এগিয়ে চলার পথ ত্বরান্বিত করতে প্রবাসীদের অকুণ্ঠ সমর্থন আরও জোরদার করতে হবে। আর এজন্যই প্রয়োজন সকল বাঙালির ইস্পাত দৃঢ় ঐক্য। ‘ফোবানা’ সে প্রেরণা জোগাচ্ছে- এ অভিমত পোষণ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের মহামিলনমেলা হিসেবে পরিচিত ‘ফোবানা’ ফেডারেশন অব বাংলাদেশী এ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকার ৩ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
×