ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মোরশেদ খানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলার পুনঃতদন্তের বিষয়ে রায় ৯ নবেম্বর

প্রকাশিত: ০৭:৫৮, ২ সেপ্টেম্বর ২০১৬

মোরশেদ খানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলার পুনঃতদন্তের বিষয়ে রায় ৯ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে অর্থপাচারের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খানসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার পুনঃতদন্তের বিষয়ে রায় ঘোষণা করার জন্য ৯ নবেম্বর দিন ঠিক ধার্য করেছেন হাইকোর্ট। মামলা পুনরায় তদন্ত চেয়ে দুদকের করা আবেদন শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে মোরশেদ খানের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। এর আগে এই মামলায় তাদের বিরুদ্ধে কেন পুনঃতদন্তের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে গত ৫ জুন রুল জারি করেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে মোরশেদ খানসহ তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছিল। সেই রুলের ওপর বৃহস্পতিবার শুনানি শেষ হয়েছে। এদিনই আদালত রায়ের এইদিন ঠিক করেন।খুরশিদ আলম খান বলেন, দুদকের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ৯ নবেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত। তিনি জনান, মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ২০১৫ সালের জুলাই মাসে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় কোন মানি লন্ডারিং ‘হয়নি’। ওই চূড়ান্ত প্রতিবেদন ১৫ এপ্রিল বিচারিক আদালত গ্রহণ করলে মোরশেদ খান, নাসরিন খান ও ফয়সাল মোরশেদ খান অভিযোগ থেকে অব্যাহতি পান।
×