ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বলেশ্বরের ভাঙ্গনে বিলীন মাঝেরচর ঘাট

প্রকাশিত: ০৪:১৩, ২৮ আগস্ট ২০১৬

বলেশ্বরের ভাঙ্গনে বিলীন মাঝেরচর ঘাট

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৭ আগস্ট ॥ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর বিধ্বস্ত মঠবাড়িয়া উপজেলার মাঝেরচরে নির্মিত ব্রিটিশ রাজ পরিবারের মানবিকতার স্মারক দৃষ্টি নন্দন ঘাটটি বলেশ্বর নদের কড়াল গ্রাসে বিলীন হওয়ার পথে। ইতোমধ্যে ঘাটের আংশিক ভেঙ্গে পড়েছে, বাকি অংশও যে কোন সময় বলেশ্বরের গর্ভে বিলিনের পথে। চরটি ২০১৫ সালের ১৫ নবেম্বর উপকূলীয় এলাকা দিয়ে বয়ে যাওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ল-ভ- হয়ে যায়। আশ্রয়হীন হয় চরের প্রায় দেড় শতাধিক জেলে পরিবার। আশ্রয়হীন ১৬৪ জেলে পরিবারকে পুনর্বাসন করে দেয় ব্রিটিশ রাজ পরিবার। পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য ২০০৮ সালে ব্রিটিশ বিজনেস গ্রুপ মাঝেরচরে নির্মাণ করে একটি সুদৃশ্য ঘাট। খেয়া পারাপার ও মালামাল উঠা-নামা ছাড়াও ঘাটটি অবসর সময়ে জেলেদের নির্মল বাতাসে বিনোদনের স্থানে রূপ নেয়। বর্তমানে মাঝেরচরে চলছে বলেশ্বরের ত্রিমুখী ভাঙ্গন। ভাঙ্গনের মুখে ব্রিটিশ রাজ পরিবারের মানবিকতার স্মারক মাঝেরচরের দৃষ্টি নন্দন ঘাটটির ওপরের অংশ ভেঙ্গে পড়েছে। ঘাটের নিচ থেকে প্রায় ৭০ ভাগ মাটি সরে গেছে। আরসিসি কলমের নিচ থেকে মাটি সরে গেলে ঘাটটি বলেশ্বরে বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের মঠবাড়িয়া অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিও) আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মাঝেরচরটি বন বিভাগের আওতাধীন হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কিছু করার নেই। রূপগঞ্জে সিটি গ্রুপে সিকিউরিটি গার্ডের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৭ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী সিটি গ্রুপ কারখানায় দু’পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ১২ জন আহত হয়েছে। ওভারটাইমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা নিয়ে শনিবার দুপুরে ঘটে এ সংঘর্ষের ঘটনা। এ ঘটনার পর থেকে উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংষর্ষের ঘটনা ঘটতে পারে। প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্র জানায়, রূপসী এলাকার সিটি গ্রুপ কারখানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় সাড়ে ৩ শতাধিক সিকিউরিটি গার্ড। কারখানায় সিকিউরিটি গার্ডদের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন মাজিদুর রহমান। বেশিরভাগ সিকিউরিটি গার্ড সদস্যদের অভিযোগ সিকিউরিটি গার্ড প্রধান মাজিদুর রহমান তার নিজ এলাকা রাজশাহী থেকে নিজস্ব প্রায় ৩০ থেকে ৩৫ জনকে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি দিয়েছেন। মাজিদুর রহমানের নিয়োজিত সিকিউরিটি গার্ডদের ওভারটাইমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও অন্যদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে আসছে তিনি। শনিবার দুপুরে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত সিকিউরিটি গার্ড রানা ও রাকিবুল সিকিউরিটি প্রধান মাজিদুর রহমানের কাছে ওভারটাইমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দাবি করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে মাজিদুর রহমানসহ তার নিয়োজিত লোকজন রানা ও রাকিবুলকে পিটিয়ে আহত করে।
×