ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ধারাবাহিকতা রক্ষা করেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:২২, ১৯ আগস্ট ২০১৬

ধারাবাহিকতা রক্ষা করেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান

সংবাদদাতা, রংপুর, ১৮ আগস্ট ॥ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবারও ভাল ফলের ধারাবাহিকতা রক্ষা করেছে রংপুরের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রংপুরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুর ক্যাডেট কলেজ ছাড়া অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার শতভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি। রংপুর ক্যাডেট কলেজের ৪৭ শিক্ষার্থীর মধ্যে ৪৬ জিপিএ-৫ পেয়েছে। এরপরই রয়েছে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ; সেখানে ৯শ’ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪শ’ ৮৪, রংপুর পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের ৪শ’ ৩৬ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩শ’ ২ , রংপুর সরকারী কলেজের ১ হাজার ২৯০ শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৮৬ জন। ৮ কলেজের কেউ পাস করেনি দিনাজপুর শিক্ষা বোর্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৬০৯টি কলেজের মধ্যে ৮টি কলেজের কেউই উত্তীর্ণ হয়নি। তবে শতভাগ উত্তীর্ণ হয়েছে ১১ কলেজে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার মূল্যায়নে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৬০৯টি কলেজের মধ্যে ৮টি কলেজের কেউই উত্তীর্ণ হয়নি। কলেজ ৮টি হচ্ছে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা কলেজ, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামপুর কলেজ, নীলফামারী সদর উপজেলার নাগরদারোয়ানী স্কুল এ্যান্ড কলেজ ও একই জেলার জলঢাকা উপজেলার বাগুলাগাড়ী স্কুল এ্যান্ড কলেজ, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দুহুলী এসসি হাই স্কুল এ্যান্ড কলেজ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি অজিতুল্লাহ হাই স্কুল এ্যান্ড কলেজ, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দলডাঙ্গা স্কুল এ্যান্ড কলেজ এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল এ্যান্ড কলেজ। তবে সব পরীক্ষার্থী পাস করায় শতভাগ পাসের কোটায় ১১ কলেজ তাদের স্থান করে নিয়েছে। শতকরা ১০ থেকে ৫০ ভাগ পরীক্ষার্থী পাস করেছে ১১৬টি এবং শতকরা ৫০ থেকে ৯৯ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ৪৭৩টি কলেজ থেকে।
×