ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিসকাস থ্রোতে স্বর্ণপদক ধরে রাখলেন সান্দ্রা

প্রকাশিত: ০৮:৩৮, ১৭ আগস্ট ২০১৬

ডিসকাস থ্রোতে স্বর্ণপদক ধরে রাখলেন সান্দ্রা

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে মেয়েদের ডিসকাস থ্রো (চাকতি নিক্ষেপ) ইভেন্টে স্বর্ণপদক ধরে রাখলেন সান্দ্রা পেটকোভিচ। ২৬ বছর বয়সী এ ক্রোয়েশিয়ান সুন্দরী চার বছর আগে লন্ডন অলিম্পিকেও স্বর্ণপদক জিতেছিলেন। রিও অলিম্পিকেও ফেবারিট হিসেবেই নেমেছিলেন ২০১৩ সালের মস্কো বিশ্ব আসরে রৌপ্যজয়ী এ তারকা। আর মহিলাদের দ্বৈত সিনক্রোনাইজিংয়ে রাশিয়া এবং ১০ কিলোমিটার পুরুষ ম্যারাথনে হল্যান্ডের ফেরি উইর্টম্যান স্বর্ণপদক জয় করেছেন। গত বছর বেজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব আসরে অবশ্য হতাশা সঙ্গী হয়েছিল সান্দ্রার। বিশ্বসেরার খেতাব ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন, জিতেছিলেন রৌপ্য। কিন্তু রিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘুচিয়েছেন। ফাইনালে তিনি ৬৯.২১ মিটার দূরত্বে চাকতি নিক্ষেপ করেন। ২০১৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে অবশ্য ব্যক্তিগত সেরা ও জাতীয় রেকর্ড ৭১.০৮ মিটার পর্যন্ত চাকতি ছুঁড়েছিলেন। তিনি এবার সেটা ছুঁতে না পারলেও প্রতিপক্ষের সঙ্গে বেশ ভাল ব্যবধানে এগিয়ে থেকেই স্বর্ণ জিতেছেন তিনি। আর ফ্রান্সের মেলিনা রবার্ট-মিচন ৬৬.৭৩ মিটার ছুঁড়ে রৌপ্য এবং কিউবার ডেনিয়া ক্যাবালেরো ৬৫.৩৪ মিটার দূরত্বে ছুঁড়ে ব্রোঞ্জ জয় করেন। এছাড়া পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে স্বর্ণ জয় করেন হল্যান্ডের ফেরি উইর্টম্যন। তিনি ১ ঘণ্টা ৫২.৫৯ মিনিট সময় নেন। গ্রীসের স্পাইরিডোন জিয়ান্নিওটিস রৌপ্য এবং ফ্রান্সের মার্ক এ্যান্টোইন অলিভিয়ের রৌপ্য জেতেন। সিনক্রোনাইজিং সুইমিয়ে মহিলাদের দ্বৈতে স্বর্ণ জিতেছে রাশিয়া। ৯৮.৫৩৩৩ স্কোর করের রাশিয়ার নাতালিয়া ইশচেঙ্কো ও সভেতলানা রোমাশিনা। ৯৭.০০০ স্কোর করে চীনের হুয়াং শুয়েচেন ও সান ওয়েনইয়ান রৌপ্য এবং জাপানের রিসাকো মিতসুই ও ইয়ুকিকো ইনুই ৯৪.৯৩৩৩ স্কোর নিয়ে ব্রোঞ্জ জেতেন।
×